অ্যাস্টন ভিলা © সংগৃহীত ছবি
আর্সেনালের মাঠে বড় হারের ধাক্কা কাটিয়ে দাপটের সঙ্গে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা। শনিবার ঘরের মাঠ ভিলা পার্কে নটিংহ্যাম ফরেস্টকে ৩-১ ব্যবধানে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলেছে উনাই এমেরির দল। এই জয়ের ফলে শিরোপা জয়ের লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থানের জানান দিল এমি মার্টিনেজরা।
গত মঙ্গলবার শীর্ষে থাকা আর্সেনালের কাছে ৪-১ গোলে হেরে ভিলার টানা আট ম্যাচের জয়রথ থেমে গিয়েছিল। তবে সেই হতাশা ভুলে ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে তারা। প্রথমার্ধের বিরতির ঠিক আগে ওলি ওয়াটকিন্সের জোরালো শটে লিড নেয় ভিলা। দ্বিতীয় হাফের শুরুতেই অধিনায়ক জন ম্যাকগিন ব্যবধান দ্বিগুণ করেন। মাঝে মর্গ্যান গিবস-হোয়াইট একটি গোল শোধ করে ফরেস্টকে ম্যাচে ফেরানোর চেষ্টা করলেও ৭৩ মিনিটে ম্যাকগিন নিজের দ্বিতীয় গোলটি করে ভিলার জয় নিশ্চিত করেন।
এই জয়ে ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে অ্যাস্টন ভিলা। ফলে এক ম্যাচ কম খেলে ৪১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে এটি ভিলার টানা ১১তম জয়, যা তাদের লিগ জেতার দৌড়ে বড় আত্মবিশ্বাস জোগাচ্ছে।