এআই বিষয়ক গবেষণায় ২ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্দ পেল পাবিপ্রবি

২০ জানুয়ারি ২০২৬, ১১:৩৮ PM
বরাদ্দ গ্রহণ করছেন পাবিপ্রবির গবেষকরা

বরাদ্দ গ্রহণ করছেন পাবিপ্রবির গবেষকরা © টিডিসি

তথ্যপ্রযুক্তি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)- বিষয়ক গবেষণার জন্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ২ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্দ পেয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইউজিসিতে এ বরাদ্দ দেওয়া হয়।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তৌকির আহমেদ প্রধান গবেষক হিসেবে এ গবেষণা অনুদান লাভ করেন। এছাড়াও এ প্রজেক্টে সহযোগী হিসেবে রয়েছেন একই বিভাগের শিক্ষক এস. এম হাসান সাজ্জাদ ইকবাল ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. ওয়াদুদ আহমেদ। পাবিপ্রবির ইতিহাসে এটি এ পর্যন্ত প্রাপ্ত সর্বোচ্চ অর্থমূল্যের গবেষণা প্রকল্প।

ইউজিসি বাস্তবায়নাধীন ‘ইম্প্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন (আইসিএসইটিইপি)’ প্রকল্পের আওতায় ‘গবেষণা ও উন্নয়ন অনুদান’ উপখাতে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউজিসি সচিব, অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রধান গবেষকগণ চুক্তিতে স্বাক্ষর করেন।

এই প্রকল্পের মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা বৃদ্ধি, আন্তঃবিশ্ববিদ্যালয় গবেষণা কার্যক্রম জোরদার, আধুনিক গবেষণা ও উদ্ভাবন এবং বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য আইটি সলিউশন উন্নয়নের কাজ করা হবে।

ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল এবং প্রধান গবেষক ড. মো. তৌকির আহমেদ।

প্রধান গবেষক ড. মো. তৌকির আহমেদ জানান, এ প্রকল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কৃষিপণ্যের গুণগত মান নির্ণয়ে গবেষণা পরিচালনা করা হবে। তিনি বলেন, আমেরিকায় আমার গবেষণার বিষয় ছিল হাইপারস্পেকট্রাল ইমেজিং। প্রথমবারের মতো বাংলাদেশে এই প্রযুক্তি কৃষি খাতে প্রয়োগ করা হবে, যা এআইভিত্তিক অ্যাগ্রিকালচারাল কোয়ালিটি ডিটেকশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, আইসিএসইটিইপি প্রকল্পের মোট বাস্তবায়ন ব্যয় প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা। এর মধ্যে ৮৭ দশমিক ৭২ শতাংশ ব্যয় বহন করছে এশীয় উন্নয়ন ব্যাংক এবং অবশিষ্ট ১২ দশমিক ২৮ শতাংশ ব্যয় বহন করছে বাংলাদেশ সরকার।

অনুষ্ঠানে অনুদানপ্রাপ্ত গবেষক, ইউজিসি ও আইসিএসইটিইপি প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারগণ উপস্থিত ছিলেন।

গাজার ‘বোর্ড অব পিস’ এ পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প
  • ২১ জানুয়ারি ২০২৬
ক্ষমতায় গেলে ২০ হাজার কিমি খাল খনন করা হবে: তারেক রহমান
  • ২১ জানুয়ারি ২০২৬
পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ সফল হলে দেশের নাম ইতিহাসে লেখা হব…
  • ২১ জানুয়ারি ২০২৬
যেসব জেলায় বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই
  • ২১ জানুয়ারি ২০২৬
কত আসনে নির্বাচন করবে জানালো ইসলামী আন্দোলন
  • ২১ জানুয়ারি ২০২৬
ভাটারা থানা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9