হাদি হত্যার বিচারের দাবিতে পাবিপ্রবি শিক্ষার্থীদের ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ

২৮ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬ PM
পাবিপ্রবি শিক্ষার্থীদের ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ

পাবিপ্রবি শিক্ষার্থীদের ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ © টিডিসি

আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দেশব্যাপী চলমান আন্দোলনের অংশ হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছেন। এ কর্মসূচির মাধ্যমে তারা দ্রুত বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবি জানান।

‎ইনকিলাম মঞ্চ পাবিপ্রবি শাখার পূর্বঘোষণা অনুযায়ী আজ রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ২টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত মহাসড়কে অবস্থান নেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আন্দোলনে অংশ নেয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি ও তাদের ছাত্র ও যুবশক্তির নেতাকর্মীরা।

‎এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ভারতীয় আধিপত্যবাদবিরোধী বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়। ‘সেফ হাউন অব টেররিস্ট, ইন্ডিয়া, ইন্ডিয়া। ফাদার অব টেররিস্ট, মোদি মোদি’, ‘দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা। আপস না সংগ্রাম? সংগ্রাম, সংগ্রাম, দালালি না রাজপথ? রাজপথ, রাজপথ’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’, ‘উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস জাস্টিস’, ‘হাদি ভাইয়োর রক্ত, বৃথা যেতে দেব না’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’সহ নানান স্লোগান দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
‎‎
‎এ সময় ইনকিলাব মঞ্চ পাবিপ্রবি শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক মজনু আলম বলেন, ‘শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার না হওয়া পর্যন্ত সারাদেশের ন্যায় আমরাও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চ রাজপথে থেকে যাব। আগামী ২৬ কার্যদিবসের মধ্যে আমাদের শরিফ ওসমান হাদি ভাইয়ের হত্যার দ্রুত বিচার, আসামিদের গ্রেপ্তার এবং বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন কার্যক্রম অব্যাহত থাকবে।’
‎‎
‎ছাত্রশিবির সভাপতি তুষার মাহমুদ বলেন, ‘আমাদের অন্তর্বর্তী সরকার যিনি জুলাই যোদ্ধাদের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় বসেছেন তিনি হয়তো তার ম্যান্ডেট ভুলে গিয়েছেন। আমরা আপনাদের স্পষ্ট করে বলে দিতে চাই আগামী ২৬ কার্যদিবসের মধ্যে যদি শরিফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার করা না হয়, তাহলে আমরা কঠোর থেকেও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আজকে বাংলাদেশের মাটিতে জুলাই যোদ্ধারা অনিরাপদে ভুগছে, কিন্তু অন্তর্বর্তী সরকারের কাছ থেকে কোন কনসার্ন আমরা দেখতে পাই না। এই দেশে যারাই ভারতবিদ্বেষী এবং কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলে তাদেরই হত্যার এজেন্ডা নিয়েছে স্বৈরাচার আওয়ামী লীগ। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই ভারতবিদ্বেষী আমাদের কখনোই কমবে না। এ দেশের মানুষ জন্ম থেকেই ভারত বিদ্বেষী হয়ে জন্ম নিবে ইনশাআল্লাহ।’
‎‎
‎জাতীয় নাগরিক পার্টি যুব শক্তির আহ্বায়ক মো. রাফিউল ইসলাম রাফি বলেন, ‘হাদি মানে আজাদী, হাদি মানে ইনসাফ। এক হাদিকে হত্যা করে আমাদের কণ্ঠকে কখনই রোধ করা যাবে না। এক হাদির রক্ত থেকে আমরা হাজারো হাদি তৈরি হব ইনশাল্লাহ। মৃত্যুর ফয়সালা ওই আসমান থেকে আসে, আমরা মৃত্যুকে পরোয়া করি না। আমরা শহীদি তামান্না নিয়ে এই রাজপথে এসেছি, এই রাজপথই আমাদের বাড়ি। হাদি ভাইয়ের হত্যার বিচার যদি না করা হয় তাহলে আমরা লাখো লাশ দিতে রাজি আছি ইনশাআল্লাহ।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের বিএড ব্যাচ বাতিল 
  • ১৮ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় চুরি যাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে স্বর্ণাংকার ও টাকা উদ্…
  • ১৮ জানুয়ারি ২০২৬
সেলস অফিসার নিয়োগ দেবে এসএমসি, আবেদন শেষ ৬ ফেব্রুয়ারি
  • ১৮ জানুয়ারি ২০২৬
নবীগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল সিএনজিচালকের
  • ১৮ জানুয়ারি ২০২৬
ছাত্র আন্দোলনে উত্তাল ইউরোপের এক দেশ
  • ১৮ জানুয়ারি ২০২৬
নোয়াখালীতে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9