পাবিপ্রবির সাবেক শিক্ষার্থীর জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন

৩১ ডিসেম্বর ২০২৫, ০৭:২৩ PM
গুরুতর অসুস্থ মো. আরজ আলী

গুরুতর অসুস্থ মো. আরজ আলী © টিডিসি ফটো

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ইংরেজি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. আরজ আলী গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কাজনক এবং জীবন রক্ষার্থে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জরুরি অস্ত্রোপচার প্রয়োজন।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে হঠাৎ তীব্র পেটব্যথায় আক্রান্ত হন মো. আরজ আলী। ব্যথা অসহনীয় হয়ে উঠলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার পেটের ভেতরে নাড়ি ছিঁড়ে গেছে এবং রক্ত জমাট বেঁধে রয়েছে। এই অবস্থায় বিলম্ব না করে জরুরি অস্ত্রোপচার করানো ছাড়া বিকল্প নেই।

চিকিৎসার জন্য আনুমানিক দেড় লক্ষ টাকা প্রয়োজন হলেও তার পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক। পরিবারটি এতটাই অসচ্ছল যে ওষুধ কেনার সামর্থ্যও তাদের নেই বলে জানা গেছে। অভাবের তাড়নায় পড়াশোনা শেষ করার পর তিনি দীর্ঘদিন ধরে দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন।

এমতাবস্থায় ইংরেজি বিভাগের চেয়ারম্যান এক মানবিক আবেদন জানিয়ে বলেন, 'মো. আরজ আলী আমাদের বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী। তার চিকিৎসা অত্যন্ত জরুরি। আমি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ সকল শুভানুধ্যায়ীকে অনুরোধ করছি, সাধ্যমতো আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আপনাদের সহায়তাই তার জীবন বাঁচাতে পারে।'

সহযোগিতার জন্য বিকাশ নম্বর: 01319571913

জামায়াতের আরও এক প্রার্থীর মনোনয়ন বাতিল
  • ০৪ জানুয়ারি ২০২৬
ঢাবির ব্যবসায় ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
  • ০৪ জানুয়ারি ২০২৬
ঢাবির ব্যবসায় ইউনিটের ফল প্রকাশ, ৯০ শতাংশই ফেল
  • ০৪ জানুয়ারি ২০২৬
দুয়েকদিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান: মির…
  • ০৪ জানুয়ারি ২০২৬
প্রতি রিফ্রেশেই ফলোয়ার হারাচ্ছে কলকাতা
  • ০৪ জানুয়ারি ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে নেবে শিক্ষক, পদ ২৩, আবে…
  • ০৪ জানুয়ারি ২০২৬