বিদেশে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে যবিপ্রবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © টিডিসি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপসহ মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাচ্ছেন নিয়মিত। এসব স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্যকে সম্মান জানাতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানের পর শিক্ষার্থীদের নিয়েও এ ধরনের সংবর্ধনা এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে। উচ্চশিক্ষা গ্রহণে এ ধরনের সংবর্ধনা আরও উৎসাহ যোগাবে বলছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যবিপ্রবির যেসব শিক্ষার্থী ফুল ফান্ডেড স্কলারশিপসহ বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন, তাদের সম্মানে আগামী ৩ আগস্ট (রবিবার) বিকেল ৪টা থেকে প্রশাসনিক ভবনের চ্যান্সেলর সেমিনার কক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের ১ আগস্টের মধ্যে একটি অনলাইন ফর্ম পূরণের মাধ্যমে নাম নিবন্ধন করতে হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও যবিপ্রবি রিসার্চ সোসাইটির সাধারণ সম্পাদক জাহিদ হাসান বলেন, ‘যবিপ্রবিতে এ ধরনের আয়োজন এই প্রথম, নিঃসন্দেহে এটি প্রশংসনীয় উদ্যোগ। আমি মনে করি, এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠান আমাদের উৎসাহ জোগাবে। আমি চাই উৎসাহমূলক এধরনের আয়োজন যেন আগামীতেও অব্যাহত রাখা হয়।’


সর্বশেষ সংবাদ