স্কুলে ভর্তির লটারি কাল, ফল দেখা যাবে ঘরে বসেই

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারি হবে বৃহস্পতিবার
সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারি হবে বৃহস্পতিবার   © প্রতীকী ছবি

দেশের সব সরকারি স্কুল এবং মহানগর ও জেলা উপজেলা সদরের বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তির লটারি অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে ফেসবুকে পেজে এ প্রক্রিয়া লাইভ দেখানো হবে। ঘরে বসেই ফলাফল অনলাইনে দেখতে পারবেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

ওয়েবসাইটে লগইন করেও দেখা যাবে ফলাফল। স্কুলে ভর্তি আবেদন প্রক্রিয়া চলে ৫ ডিসেম্বর পর্যন্ত। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের লটারির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারণ করা হবে। গত রবিবার (৩০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আগামী ১১ ডিসেম্বর লটারির সময় নির্ধারণ করা হয়েছে। ৫ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের লটারির জন্য আবেদন করার সময়সীমা নির্ধারণ করা হয়। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ভর্তি কমিটির সভা ডেকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাতিল

মাউশি বলছে, এবার সরকারি-বেসরকারি ৪ হাজার ৪৮টি বিদ্যালয়ে আসন আছে ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি। কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। মোট আসনের মধ্যে ৩ হাজার ৩৬০টি বেসরকারি বিদ্যালয়ে আছে ১০ লাখ ৭২ হাজার ২৫১টি আসন। এ ছাড়া সরকারি ৬৮৮টি স্কুলে সিট রয়েছে ১ লাখ ২১ হাজার ৩০টি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence