রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭

০৮ জানুয়ারি ২০২৬, ০৩:০৩ PM
বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার

বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার © সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগর ও মিরপুর এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (৭ জানুয়ারি) দিনব্যাপী এই অভিযানে শেরেবাংলা নগর থানা পুলিশ ১০ জন এবং মিরপুর মডেল থানা পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করে।

শেরেবাংলা নগর থানা পুলিশ অত্র থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রিপন (২৫), ইনতেখাম রহমান ইমন (২১), মো. আসিব হোসাইন (২১), মো. আনিছুর রহমান (৩২), মো. জহিরুল ইসলাম (৪৮), মাহাদী ইসলাম (২২), মো. মাহিন (২০), মো. রাজু মিয়া (২৪), মো. বাপ্পি (৩২) এবং আঁখি (২১)। থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাঁদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

একই দিনে মিরপুর মডেল থানা পুলিশ তাদের এলাকায় পৃথক একটি বিশেষ অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন— সোনিয়া আক্তার (২৯), রেবেকা সুলতানা (৩৩), মো. হুমায়ুন কবির (৩৭), মো. শফিকুল ইসলাম (৪২), মো. গোলাম রাব্বী (২১), মো. মাসুদ রানা ওরফে সাগর (২৭) এবং মো. দেলোয়ার হোসেন (২৮)। তাঁদেরও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ডিএমপি নিউজ, পুলিশ অভিযান, শেরেবাংলা নগর থানা, মিরপুর মডেল থানা, আসামি গ্রেপ্তার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, অপরাধ দমন

জুলাই গণঅভ্যুত্থানে ঢাবিতে হামলা, ৪০৩ ছাত্রলীগের নেতাকর্মীর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কোচিং সেন্টারে উত্তরা সেক্টর-৬ ওয়েলফেয়ার সোসাইটির মাসিক চাঁ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপের জার্সি উন্মোচন স্থগিত পাকিস্তানের, নেপথ্যে কী?
  • ৩১ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স, আবেদন শেষ ১৫ ফেব্রুয়…
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘তিনি মসজিদের প্রতিষ্ঠাতা, আমি খতিব’— তারেক রহমানকে উপহার দ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাড়ি ছেড়ে গেছেন স্ত্রী, অভিমানে দুনিয়া ছাড়লেন স্বামী
  • ৩১ জানুয়ারি ২০২৬