সৌম্য সরকার এবং তার স্ত্রী © সংগৃহীত
বিপিএলের দ্বাদশ আসরে নোয়াখালী এক্সপ্রেসের পথচলা শেষ হয়েছে রবিবার (১৯ জানুয়ারি)। নতুন দলটির শেষ ম্যাচে ওপেনার সৌম্য সরকার ব্যাটিংয়ে নামেননি। তবে ফিল্ডিং করতে দেখা গেছে তাকে।
এই দিনই বাবা হয়েছেন সৌম্য। জানা গেছে, যুক্তরাষ্ট্রে জন্ম নিয়েছে তার কন্যাসন্তান। এ কারণেই বিপিএলের শুরুতে দলের সঙ্গে যোগ দিতে দেরি হয়েছিল তার।
সৌম্য সরাসরি কিছু না লিখলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট দেন। স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘একটি নতুন অধ্যায়ের সূচনা।’
উল্লেখ্য, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি প্রিয়ন্তী দেবনাথ পূজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাতীয় দলের এই ওপেনার।