চলমান বিপিএলে নানা আলোচনার মধ্যেই নতুন করে আলোচনার জন্ম দেয় রাজশাহী ওয়ারিয়র্সের হান্নান সরকারের একটি ফেসবুক পোস্ট। সেখানে জিমি নিশামের পেশাদার মানসিকতার ভিন্ন এক দিক উঠে এসেছে। জাতীয় দলের ভারত সফর থাকলেও বিপিএলের শেষ পর্যন্ত রাজশাহীর সঙ্গেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন নিশাম। এমনকি নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে থাকা সত্ত্বেও এ বিষয়ে আগ্রহ দেখান তিনি।
হান্নান সরকার জানান, জাতীয় দায়িত্বের কারণে নিশামের চলে যাওয়াই ছিল স্বাভাবিক। তবু রাজশাহীর অনুরোধে নিজের বোর্ডের সঙ্গে সরাসরি যোগাযোগ করে বিষয়টি দেখেন তিনি। নিশাম নিজেই জানান, রাজশাহী ফাইনালে উঠলে সেই ম্যাচ খেলেই দেশে ফিরবেন। হান্নানের মতে, রাজশাহীর ইতিবাচক ও পেশাদার পরিবেশ নিশামের এই সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে।
এদিকে, গুঞ্জন ছিল নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বিপিএল মাতাবেন নিশাম। তবে শেষমেশ রাজশাহী জার্সিতেই দেখা যায় তাকে।
এ নিয়ে সোমবার (১৯ জানুয়ারি) সংবাদ সম্মেলনে নিশাম বলেন, ‘আমি তো রাজশাহীর হয়ে খেলছি। তাই তাদের (নোয়াখালীর) সঙ্গে কথা বলার মানে কী, বুঝছি না।ব্যাপারটা খুব সোজা। আমি এবার রাজশাহীর হয়ে খেলছি। এটুকুই।’