অস্ট্রেলিয়ার ওয়ানডে বিশ্বকাপজয়ী দল © সংগৃহীত
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হ্যামস্ট্রিংয়ের চোট থেকে ফেরার পথে টিম ডেভিড। তবুও তাকে বিশ্বকাপের পরিকল্পনায় রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। একই কারণে প্যাট কামিন্সের জন্যও শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে। তাদের সঙ্গে জশ হ্যাজেলউডকেও পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে রাখা হয়নি।
এদিকে বিশ্বকাপ স্কোয়াডে থাকা গ্লেন ম্যাক্সওয়েল ও নাথান এলিসও সরাসরি বিশ্বকাপে খেলবেন। তবে লাহোরের এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় মাহলি বিয়ার্ডম্যান ও জ্যাক এডওয়ার্ডস।
অন্যদিকে হ্যামস্ট্রিং ও একিলিস সমস্যায় পুরো অ্যাশেজ মিস করা হ্যাজেলউড সম্প্রতি ক্রিকইনফোকে জানিয়েছেন, বিশ্বকাপের আগে তিনি দ্রুত ফিট হয়ে উঠছেন। শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়ার ওয়ার্মআপ ম্যাচে ফেরার লক্ষ্য তার।
পাকিস্তান সফরে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলের ১০ জন থাকবেন। ১৭ সদস্যের স্কোয়াডে বিয়ার্ডম্যান ও এডওয়ার্ডস ছাড়াও আছেন শন অ্যাবট, বেন ডোয়ারশুইস, মিচ ওয়েন, জশ ফিলিপ্পে ও ম্যাট রেনশ। অ্যাবট বা ডোয়ারশুইস ট্রাভেলিং রিজার্ভে যেতে পারেন।
লাহোরে সিরিজটি ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। পরে ১১ ফেব্রুয়ারি কলম্বোতে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ শুরু করবে অজিরা।
অস্ট্রেলিয়া স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জাভিয়ের বার্লেট, মাহলি বিয়ার্ডম্যান, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, জ্যাক এডওয়ার্ডস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেম্যান, মিচ ওয়েন, জশ ফিলিপ্পে, ম্যাথু রেনশ, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।