জিমি নিশাম © সংগৃহীত
বিপিএলের শেষ দিকে এসে রাজশাহী ওয়ারিয়র্স শিবিরে উৎসবের আবহ, আর সেই উত্তেজনায় নতুন করে রং ছড়াচ্ছে কেইন উইলিয়ামসনের সম্ভাব্য আগমন। এ নিয়ে মুখ খুলেছেন জিমি নিশাম নিজেই। নিশাম জানালেন, উইলিয়ামসনের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হয়। তবে বিষয়টি পুরোপুরি নির্ভর করছে চলমান এসএ২০ লিগের সূচি ও ফলাফলের ওপর।
সোমবার (১৯ জানুয়ারি) সংবাদ সম্মেলনে নিশাম বলেন, "আমাদের নিয়মিতই কথা হয়। বছরের পর বছর আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। গত কয়েক দিনেও প্রতিযোগিতার শেষ ভাগে এখানে আসা নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। তবে সে এখনো এসএ২০ খেলছে, তাই কিছু ফলাফলের ওপর বিষয়টা নির্ভর করছে। তবে আশা করছি, আঙুল ক্রস করে আছি, ওকে বাংলাদেশে আনতে পারব। মনে হয়, অনেক দিন হলো সে এখানে আসেনি।"
শুধু উইলিয়ামসন নয়, অন্য কিউই ক্রিকেটারদের প্রসঙ্গও উঠেছিল সংবাদ সম্মেলনে। যদিও নিশাম সোজাসাপ্টাই জানালেন, এখন সময়টা তাদের জন্য বেশ ব্যস্ততাময়।
নিশামের ভাষায়, "এখন আমরা বেশ ব্যস্ত সময় পার করছি। ভারতে ওয়ানডে সিরিজ শেষ হয়েছে, আবার টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। পাশাপাশি আমাদের দেশের হোম সামারও চলছে। তাই কয়েকজন খেলোয়াড় আশপাশে আছে বলা যায়। আমরা নিয়মিতই হালকা-পাতলা যোগাযোগ রাখি। সুযোগ তৈরি হলে অবশ্যই সেটা কাজে লাগানোর চেষ্টা করব।"