কোয়াবের সংবাদ সম্মেলন © সংগৃহীত
একের পর এক বিস্ফোরক মন্তব্যে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। তার পদত্যাগের দাবিতে আগেই সময়সীমা বেঁধে দিয়েছিল ক্রিকেটারদের সংগঠন কোয়াব। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনও তার পদত্যাগের কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এমন পরিস্থিতিতে নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছে কোয়াব এবং বিপিএলের দিনের প্রথম ম্যাচ শুরুর সময়েই সংবাদ সম্মেলন ডাকার সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার ম্যাচ শুরুর আগে কোয়াব স্পষ্ট করে জানিয়ে দেয়, দাবি মানা না হলে সব ধরনের ক্রিকেট বয়কটের মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে তারা। কিন্তু শেষ পর্যন্ত এম নাজমুল ইসলামের পদত্যাগের কোনো খবর না আসায় নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দিনের প্রথম ম্যাচে অংশ নিতে মাঠে নামেনি সংশ্লিষ্ট দুই দলের ক্রিকেটাররা। ফলে খেলা শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
এতেও থামেনি পরিস্থিতি। পদত্যাগের ঘোষণা না আসায় ম্যাচ চলাকালীন সময়েই ঢাকার হোটেল শেরাটনে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে কোয়াব। সেখানে বিপিএলে অংশ নেওয়া ছয় দলের ক্রিকেটারদের একত্রিত হওয়ার কথা রয়েছে। পুরো ঘটনায় বিপিএলকে ঘিরে উত্তেজনা আরও বাড়ছে, আর মাঠের ক্রিকেটের চেয়ে মাঠের বাইরের পরিস্থিতিই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।