বিপিএল শুরুর আগে চমক দিল রংপুর রাইডার্স

১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ AM
বিদেশি ক্রিকেটার

বিদেশি ক্রিকেটার © সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আর মাত্র সপ্তাহখানেক আছে বিপিএল শুরুর। ঠিক এই সময়ে এসেই চমক দিল বিপিএলে অন্যতম শক্তিশালী দল রংপুর রাইডার্স। টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে তারকা ছয় বিদেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নিয়ে চমক দিয়েছে রংপুর রাইডার্স। তারকা ছয় বিদেশি ক্রিকেটার হলেন ইংল্যান্ডের ডেভিড ম্যালান, ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স এবং পাকিস্তানের খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ ও আকিফ জাভেদ।

দলের শক্তি ও ভারসাম্য আরও বাড়ানোর লক্ষ্যে এই অভিজ্ঞ ও প্রতিভাবান বিদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি সম্পন্ন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রংপুর রাইডার্স।

চুক্তিবদ্ধ ছয় ক্রিকেটারই বিপিএলের সর্বশেষ আসরেও খেলেছিলেন। এর মধ্যে খুশদিল, ইফতিখার ও আকিফ রংপুরেই ছিলেন। আর ম্যালান, মায়ার্স ও আশরাফ ছিলেন ফরচুন বরিশালে। বিপিএলের সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বরিশাল। এবার ফ্র্যাঞ্চাইজিটি অংশ নিচ্ছে না।

সরাসরি চুক্তিতে নেওয়া ৬ ক্রিকেটারকে নিয়ে রংপুর রাইডার্সের স্কোয়াড দাঁড়াল ২২ জনে। এর আগে নিলাম থেকে ১২ জন এবং নিলাম-পূর্ব সরাসরি চুক্তিতে ৪ জনকে নিয়েছিল রংপুর। সরাসরি চুক্তিতে আগের চারজন ছিলেন নুরুল হাসান, মোস্তাফিজুর রহমান, খাজা নাফি ও সুফিয়ান মুকিম।

আর নিলাম থেকে কেনা হয়েছিল লিটন দাস (৭০ লাখ), তাওহিদ হৃদয় (৯২ লাখ), নাহিদ রানা (৫৬ লাখ), রাকিবুল হাসান (৪২ লাখ), আলিস আল ইসলাম (২৮ লাখ), মৃত্যুঞ্জয় চৌধুরী (১৮ লাখ), নাঈম হাসান (১৮ লাখ), মেহেদী হাসান সোহাগ (১১ লাখ), মাহমুদউল্লাহ (৩৫ লাখ), আবদুল হালিম (১১ লাখ), এমিলিও গে (১০ হাজার ডলার) ও মোহাম্মদ আখলাকদের (১০ হাজার ডলার)।

৬ দল নিয়ে বিপিএলের দ্বাদশ আসর শুরু হবে ২৬ ডিসেম্বর। প্রথম দিন মাঠে নামবে সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস-চট্টগ্রাম রয়্যালস। রংপুরের প্রথম ম্যাচ ২৯ ডিসেম্বর চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে। টুর্নামেন্টের শুরু থেকে ২ জানুয়ারি পর্যন্ত সব ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

হাতপাখাকে ৪৫ আসনে ছাড় দিয়ে রাতেই চূড়ান্ত হচ্ছে সমঝোতা?
  • ১৩ জানুয়ারি ২০২৬
তিন ধাপে জাবিতে ভর্তি, জেনে নিন নিয়মাবলি
  • ১৩ জানুয়ারি ২০২৬
মিয়ানমারে সংঘাত, টেকনাফ সীমান্তের বাসিন্দারা আতঙ্কে কর্মহীন
  • ১৩ জানুয়ারি ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১…
  • ১৩ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ নিয়ে ৭ সুপারিশ
  • ১৩ জানুয়ারি ২০২৬
শখের বসে ইজিবাইক চালাতে গিয়ে প্রাণ গেল প্রবাসীর
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9