আইপিএল নিলাম নিয়ে যা যা জানা জরুরি

আইপিএল ট্রফি
আইপিএল ট্রফি  © সংগৃহীত

আইপিএলের ১৯তম আসরের নিলাম আজ (১৬ ডিসেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের এই নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটভক্তদের আগ্রহ তুঙ্গে, বিশেষ করে মোস্তাফিজুর রহমান দল পাবেন কি না, সেই অপেক্ষাই ফোরাচ্ছে আজ। এবারও ২ কোটি রুপি ভিত্তিমূল্যে নিলামে উঠছেন কাটারমাস্টার। পাশাপাশি আরও বেশকিছু তারকারাও আছেন নিলামের তালিকায়। এই নিলামের আগে প্রয়োজনীয় তথ্যগুলো এক নজরে দেখে নেওয়া যাক...

নিলাম কখন: 
আবুধাবির স্থানীয় সময় দুপুর ১টায় শুরু হবে এই নিলাম। ভারতের সময় অনুযায়ী বেলা আড়াইটায় এবং বাংলাদেশে বিকেল ৩টায় পর্দা উঠবে এই নিলামের। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১ ও ২।

নিলামে ৩৬৯ ক্রিকেটার:
বহুল প্রতীক্ষিত এই নিলামে শুরুতে মোট এক হাজার ৩৯০ জন ক্রিকেটার রেজিস্ট্রেশন করলেও যাচাই–বাছাই শেষে চূড়ান্ত তালিকায় মাত্র ৩৬৯ জনের জায়গা হয়। যেখানে বিদেশিদের চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় ৭ বাংলাদেশি ক্রিকেটারও জায়গা পেয়েছেন।

কোন ক্যাটাগরিতে কত দাম:
এবার ক্রিকেটারদের ভিত্তিমূল্য অনুযায়ী মোট ৮টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের ন্যূনতম মূল্য ২ কোটি রুপি, যেখানে ৪০ জন জায়গা পেয়েছেন। দ্বিতীয় ক্যাটাগরিতে আছেন ১০ জন ক্রিকেটার, এই ক্যাটাগরির ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ রুপি। তৃতীয় থেকে অষ্টম ক্যাটাগরিতে ন্যূনতম মূল্য পর্যায়ক্রমে ১ কোটি ২৫ লাখ, ১ কোটি, ৭৫ লাখ, ৫০ লাখ, ৪০ লাখ ও ৩০ লাখ রুপি নির্ধারণ করা হয়েছে।

স্কোয়াডে কতজন:
একটি দলের স্কোয়াডে সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় রাখা যাবে, যেখানে বিদেশি ক্রিকেটারের সংখ্যা সর্বোচ্চ ৮ জন হতে পারবে। একইসঙ্গে প্রতিটি দলকে ন্যূনতম ১৮ জন খেলোয়াড় দলে রাখতেই হবে।

কার ঝুলিতে কত টাকা:
১০টি দলের হাতে মোট ২৩৭ কোটি ৫৫ লাখ রুপি আছে। সবচেয়ে বেশি বাজেট নিয়ে নিলামে নামছে কলকাতা নাইট রাইডার্স, তাদের কাছে ৬৪ কোটি ৩০ লাখ রুপি আছে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ কোটি ৪০ লাখ রুপি নিয়ে নামছে চেন্নাই সুপার কিংস।
এছাড়া সানরাইজার্স হায়দরাবাদের বাজেট ২৫ কোটি ৫০ লাখ, লখনৌ সুপার জায়ান্টসের ২২ কোটি ৯৫ লাখ এবং দিল্লি ক্যাপিটালসের হাতে ২১ কোটি ৮০ লাখ রুপি আছে। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৬ কোটি ৪০ লাখ, রাজস্থান রয়্যালস ১৬ কোটি ৫ লাখ, গুজরাট টাইটান্স ১২ কোটি ৯০ লাখ এবং পাঞ্জাব কিংস ১১ কোটি ৫০ লাখ রুপি নিয়ে নিলামে নামছে। সবচেয়ে কম বাজেট নিয়ে নিলামে অংশ নিচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স, যাদের হাতে মাত্র ২ কোটি ৭৫ লাখ রুপি আছে।

কোন দল কয়জন কিনতে পারবে:
নিলামে মোট ৭৭ জন ক্রিকেটার কেনার সুযোগ থাকছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৩ জন ক্রিকেটার দলে ভেড়াতে পারবে কেকেআর, এর মধ্যে সর্বোচ্চ ৬ জন বিদেশি নেওয়ার সুযোগ রয়েছে।

হায়দরাবাদ সর্বাধিক ১০ জন ক্রিকেটার কিনতে পারবে, তবে বিদেশি নেওয়ার সীমা মাত্র ২ জন।

চেন্নাই ও রাজস্থান সর্বোচ্চ ৯ জন করে ক্রিকেটার কিনতে পারবে। চেন্নাইয়ের ক্ষেত্রে ৪ জন বিদেশির জায়গা খালি থাকলেও রাজস্থান মাত্র ১ জন বিদেশি নিতে পারবে।

দিল্লি ও বেঙ্গালুরু সর্বাধিক ৮ জন করে ক্রিকেটার কিনতে পারবে। বিদেশি কোটায় ৫ জন বিদেশি নিতে পারবে দিল্লি, অন্যদিকে বেঙ্গালুরু পারবে ২ জন।

লখনৌ সর্বাধিক ৬ জন ক্রিকেটার কিনতে পারবে, এর মধ্যে ৪ জন বিদেশি নেওয়ার সুযোগ রয়েছে। গুজরাট ও মুম্বাই ৫ জন করে ক্রিকেটার দলে নিতে পারবে। গুজরাট ৪ জন বিদেশি নিতে পারলেও মুম্বাই সর্বোচ্চ ১ জন বিদেশি নিতে পারবে। সবচেয়ে কম সুযোগ পাঞ্জাবের, মাত্র ৪ জন ক্রিকেটার কিনতে পারবে তারা, এর মধ্যে ২ জন বিদেশির সুযোগ থাকছে।

নিলামে নেই যেসব তারকা: 
বাংলাদেশের সাকিব আল হাসান প্রাথমিক তালিকায় থাকলেও চূড়ান্ত তালিকায় তার নাম বাদ দেওয়া হয়। নিলামে না থাকা আরেক বড় তারকা গ্লেন ম্যাক্সওয়েল। এ ছাড়া অভিজ্ঞ ফাফ ডু প্লেসি ও মঈন আলীও এবারের নিলামের জন্য নাম নিবন্ধন করেননি। অন্যদিকে কলকাতা থেকে অবসর নিয়ে একই ফ্র্যাঞ্চাইজির পাওয়ার কোচ হিসেবে নতুন দায়িত্ব নেন আন্দ্রে রাসেল।

আরও পড়ুন : ভ্যালু কমছে বিপিএলের, সম্প্রচার স্বত্ব বিক্রি ১২কোটি টাকায়!

নিলামে চোখ বাংলাদেশের: 
এবার দল পাওয়ার সম্ভাবনায় অনেকটাই এগিয়ে আছেন গেল আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা মোস্তাফিজুর রহমান। অন্য যে ৬ জন আছেন, তাদের মধ্যে রিশাদ হোসেনকে ঘিরে স্বপ্ন বুনছেন লাল-সবুজের ক্রীড়াপ্রেমীরা।

মোস্তাফিজ-রিশাদ ছাড়াও তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও রাকিবুল হাসান নিলামের চূড়ান্ত তালিকায় আছেন। যেখানে তাসকিন ফাস্ট বোলারদের তৃতীয় সেটে, তানজিম ও নাহিদ চতুর্থ সেটে এবং পঞ্চম সেটে শরিফুল রয়েছেন। আর আনক্যাপড স্পিনারদের চতুর্থ সেটে জায়গা পেয়েছেন রকিবুল। 
এর মধ্যে আইপিএলে বদলি হিসেবে এর আগেও ডাক পেয়েছিলেন তাসকিন। তবে বিসিবির এনওসি না মেলায় জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মাতানো হয়ে উঠেনি তারকা এই পেসারের। এ ছাড়াও গতিময় তরুণ পেসার নাহিদ রানাও সাম্প্রতিক সময়ে নজর কেড়েছেন ভারতীয়দের। রাকিবুল (৩০ লাখ রুপি) ছাড়া বাকি সবারই ভিত্তিমূল্য কম, মাত্র ৭৫ লাখ রুপিতে নিলামে উঠতে পারেন তারা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence