জানা গেল পিএসএল শুরুর দিনক্ষণ

পিএসএল শিরোপা জয়ের পর উল্লাস
পিএসএল শিরোপা জয়ের পর উল্লাস   © সংগৃহীত

আগামী বছরের ২৬ মার্চ শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসর, যা ৩ মে পর্যন্ত চলবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি এ তথ্য নিশ্চিত করেছেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা দেরিতে আয়োজন করা হচ্ছে এবারের আসরটি। নিউইয়র্কে অনুষ্ঠিত পিএসএল রোডশোতে বক্তব্য দিতে গিয়ে টুর্নামেন্টের সময়সূচি সম্পর্কে এসব তথ্য তুলে ধরেন তিনি।

নাকভি বলেন, 'খেলোয়াড়দের যথাযথভাবে পুরস্কৃত করলে তাদের মনোবল বাড়ে। তিনি জোর দিয়ে বলেন, ক্রিকেটের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে পিসিবি ও পিএসএল আয়োজকেরা একসঙ্গে কাজ করে যাচ্ছে। পাকিস্তানের ক্রিকেটীয় প্রতিভা বিপুল। পিএসএলে বিনিয়োগকারীরা অর্থনৈতিকভাবে লাভবানও হচ্ছেন।'

এ সময় নাকভির সঙ্গে ওয়াসিম আকরামও ছিলেন। এ প্রসঙ্গে সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার বলেন, 'পিএসএলের সাফল্য একটি সম্মিলিত প্রচেষ্টার ফল। এই লিগ একদিকে যেমন ক্রিকেটপ্রেমীদের বিনোদন দেয়, অন্যদিকে স্থানীয় প্রতিভাদের সামনে বড় মঞ্চে উঠে আসার সুযোগ করে দেয়।'

এদিকে রোডশোতে জাতীয় দলের ৬ ক্রিকেটার সালমান আলী আঘা, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, সাইম আইয়ুব, শান মাসুদ ও সাউদ শাকিলরাও অংশ নেন। পাশাপাশি পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা এবং পিএসএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সালমান নাসিরও উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence