পিএসএল জিতে যত টাকা পেল রিশাদ–সাকিবের দল, অন্যরা কত

চ্যাম্পিয়ন লাহোর
চ্যাম্পিয়ন লাহোর  © সংগৃহীত

জমজমাট এক ফাইনালের মধ্য দিয়ে পর্দা নেমেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল)। ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের দশম আসরের ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়ে তৃতীয় শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। এই জয়ে পিএসএলের সবচেয়ে সফল দল হয়ে উঠেছে লাহোর। ২০২২ এবং ২০২৩ মৌসুমের পর ফের শিরোপা জিতলো তারা।

এদিকে শিরোপা উল্লাসের পাশাপাশি বড় অঙ্কের আর্থিক পুরস্কারও পেয়েছে দলটি। চ্যাম্পিয়ন হয়ে ৫ লাখ মার্কিন ডলার তথা ১৪ কোটি পাকিস্তানি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৫ লাখ টাকা) পেয়েছে লাহোর।

অন্যদিকে রানার্স-আপ ও অন্যান্য ক্যাটাগরিতেও বড় প্রাইজমানি থাকছে। রানার্স-আপ কোয়েটা ২ লাখ মার্কিন ডলার বা ৫ কোটি ৬০ লাখ পাকিস্তানি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৪১ লাখ টাকা) পেয়েছে।

সদ্য সমাপ্ত আসরে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন কোয়েটারের হাসান নেওয়াজ। ব্যাট হাতে ৩৯৯ রানের সুবাদে ৩০ লাখ পাকিস্তানি রুপি পেয়েছেন তিনি। এর পাশাপাশি একটি বিদ্যুচ্চালিত গাড়ি বিওয়াইডি সিল-ও পেয়েছেন নেওয়াজ। এ ছাড়া সেরা ব্যাটারের পুরস্কার হিসেবে আরও ৩৫ লাখ পাকিস্তানি রুপিও জিতেছেন তিনি।

আসরের সেরা বোলারের পুরস্কার জিতেছেন লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। তিনিও ৩৫ লাখ রুপি পেয়েছেন। এ ছাড়া আবদুস সামাদ (সেরা ফিল্ডার), সিকান্দার রাজা (সেরা অলরাউন্ডার), মোহাম্মদ হারিস (সেরা উইকেটকিপার) এবং মোহাম্মদ নাঈমও (সেরা উদীয়মান) ৩৫ লাখ রুপি আর্থিক পুরস্কার পেয়েছেন।

ফাইনালে শেষ ৩ ওভারে ৪৭ রানের কঠিন সমীকরণ মিলিয়ে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় পেরেরা-রাজা জুটি। সিকান্দার রাজা ৭ বলে ২২ আর ৩১ বলে ৬২ রান করেন কুশাল পেরেরা। এমন ইনিংসের সুবাদে ফাইনাল সেরার খেতাব জিতে ৫০ লাখ পাকিস্তানি রুপি পেয়েছেন পেরেরা।


সর্বশেষ সংবাদ