পিএসএলের বাকি অংশ বাংলাদেশে আয়োজনের পরামর্শ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১১ মে ২০২৫, ১০:৩৫ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৪:৩৬ PM
নিরাপত্তা শঙ্কায় শুরুতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে পিসিবি। শেষমেশ অনির্দিষ্টকালের জন্য টুর্নামেন্টের বাকি ৮টি ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির পর নতুন করে ফের আলোচনায় ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টটি।
এদিকে আবারও পিএসএল শুরু হলে যেকোনো একটি ভেন্যুতেই বাকি ম্যাচগুলো আয়োজনের সম্ভাবনা রয়েছে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। আর পিএসএল ফের মাঠে গড়ানোর লক্ষ্যে ৬ ফ্র্যাঞ্চাইজিকেই বিদেশি ক্রিকেটারদের দুবাই এবং স্থানীয় ক্রিকেটারদের দেশে প্রস্তুত রাখার আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে পাকিস্তানের মাটিতে নতুন করে আবারও পিএসএল গড়ালেও বেশকিছু বিষয়ে শঙ্কা থাকছে। কারণ, যুদ্ধ-বিরতিতে ভারত-পাকিস্তান সম্মত হলেও সাময়িক উত্তেজনার এই রেশ কাটতে আরও সময় লাগবে। এজন্য পাকিস্তানের বাইরে কোথাও এই টুর্নামেন্ট আয়োজনের পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলি। এক্ষেত্রে শুধু সংযুক্ত আরব আমিরাতকে বিকল্প না ভেবে বাংলাদেশকেও বিবেচনায় নেওয়ার কথা জানিয়েছেন বাসিত। তার দাবি, বাংলাদেশের দর্শকরা ক্রিকেটপ্রেমী, তাই এখানে আয়োজন করলে লাভই হবে পিসিবির।
বাসিতের ভাষ্যমতে, 'যদি টুর্নামেন্টে কোনো ঝামেলার সৃষ্টি হয়, দয়া করে খেলা দুবাইতে সরিয়ে নেবেন না। বাংলাদেশকে বিবেচনা করবেন। যেখানে স্টেডিয়ামগুলো ক্লাবের ম্যাচগুলোতেও দর্শক দিয়ে পরিপূর্ণ থাকে।'
উল্লেখ্য, বর্তমানে চূড়ান্ত ধাপে রয়েছে পিএসএলের দশম আসর। বাকি ৮টি ম্যাচের মধ্যে লিগ পর্বে ৪টি, তিনটি প্লে-অফ এবং ফাইনাল। এখন পর্যন্ত কেবল টেবিলটপার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সই প্লে-অফ নিশ্চিত করেছে। ৯ ম্যাচে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে ইসলামাবাদ ইউনাইটেড। আর এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্টে দুইয়ে করাচি কিংস।
পরের তিনটি দল যথাক্রমে লাহোর কালান্দার্স ৯ পয়েন্ট, পেশোয়ার জালমি ৮ পয়েন্ট ও মুলতান সুলতান্স ২ পয়েন্ট। তলানিতে থাকা মুলতান ইতোমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে।