এক যুগ পর বিপিএলের নিলাম আজ, প্লেয়ারদের দাম উঠবে যেভাবে
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১১:০৯ AM , আপডেট: ৩০ নভেম্বর ২০২৫, ১১:০৯ AM
এক যুগ পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আবারো ফিরছে নিলাম। ২০১২ সালে বিপিএলের যাত্রা শুরুর পর প্রথম দুই আসরে নিলাম পদ্ধিতিতে খেলোয়ার কেনাবেচা চললেও ২০১৩ সালের পর থেকে তা বন্ধ হয়ে যায়। সবশেষ কয়েক আসরে ড্রাফট পদ্ধতিতে ক্রিকেটার দলে নেওয়া হলেও ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে আবারও বিপিএলে ফেরানো হয়েছে নিলাম পদ্ধতি।
আজ রবিবার (৩০ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু পাঁচ তারকা হোটেলে বিকেল ৩টার দিকে এই নিলাম অনুষ্ঠিত হবে। যেখানে নিলাম পরিচালনার দায়িত্বে থাকবেন ওরমান রাফে নিজাম।
বিপিএলের ১২তম আসরে মোট ছয়টি দল থাকছে। দলগুলো হলো ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, রংপুর রাইডার্স, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস। নিলামের আগেই দলগুলো নিয়ম অনুযায়ী দুইজনকে করে দেশি ও বিদেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নিয়ে নিয়েছে।
এবারের বিপিএলের জন্য ১৫৭ জন দেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। তবে ৫০০ জনের বেশি বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। তবে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে ২৪৫ জন বিদেশি ক্রিকেটারকে।
যেভাবে হবে বিপিএলের নিলাম
নিলাম হবে দুই ধাপে। প্রথম ধাপে স্থানীয় ক্রিকেটারদের এবং পরের ধাপে বিদেশি ক্রিকেটারদের। দেশি ক্রিকেটারদের মধ্যে ‘এ’ ক্যাটাগরির প্রতি ডাকে বাড়বে পাঁচ লাখ টাকা করে। ‘বি’ ক্যাটাগরিতে বাড়বে ৩ লাখ, ‘সি’ ক্যাটাগারিতে ১ লাখ টাকা। এরপর বাকি তিন ক্যাটাগরিতে প্রতি ডাকে বাড়বে ৫০ হাজার টাকা করে।
নিলাম থেকে ন্যূনতম ১২ জন দেশি ক্রিকেটারকে দলে ভেড়াতে হবে ফ্র্যাঞ্চাইজগুলোকে। আর সরাসরি চুক্তির দুই ক্রিকেটার দিয়ে সেই সংখ্যা হবে ১৪ জন। সর্বোচ্চ ১৬ জন দলে ভেড়ানো যাবে।
অন্যদিকে, বিদেশি ক্রিকেটারদের মধ্যে ‘এ’ ক্যাটাগরির প্রতি ডাকে মূল্য বাড়বে পাঁচ হাজার ডলার করে। ‘বি’, ‘সি’, ‘ডি’ ও ‘ই ’ ক্যাটাগরিরর যথাক্রমে প্রতি ডাকে বাড়বে ৩ হাজার, ২ হাজার ১ হাজার ৫০০ আর এক হাজার ডলার।
এর বাইরে সরাসরি চুক্তিতে দুজন বিদেশি ক্রিকেটারকের দলে ভেড়াতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলাম থেকে নিতে নূন্যতম দুজন ক্রিকেটারকে। তবে সর্বোচ্চ কতজনকে নেওয়া যাবে সেই সংখ্যা নির্ধারিত নয়।
দেশি ক্রিকেটারদের মধ্যে ক্যাটাগরি ‘এ’ ও ‘বি’ থেকে কমপক্ষে দুজন ক্রিকেটার দলে ভেড়াতে হবে। ‘সি’ ও ‘ডি’ থেকে নিতে হবে ৬জন আর ‘ই’ ও ‘এফ’ ক্যাটাগরি থেকে ৪ জনকে দলে নিতে হবে।
প্রথমধাপের নিলাম শেষে অবিক্রিত থাকা দেশি ক্রিকেটারদের নিয়ে দ্বিতীয়ধাপে নিলাম শুরু হবে। তবে এই ধাপে ক্যাটাগরি ‘এ’ থেকে ‘ই’ একধাপ করে নিচে নেমে যাবে। অর্থাৎ ক্যাটাগরি ‘এ’-কে তখন বিবেচনা করা হবে ক্যাটাগরি ‘বি’ হিসেবে।
দেশি ও বিদেশি ক্রিকেটারদের ভিত্তিমূল্য
এবারের বিপিএলে মোট ৬টি ক্যাটাগরিতে রাখা হয়েছে দেশি ক্রিকেটারদের। খসড়া তালিকায় নাম ছিল ১৬৬ জন ক্রিকেটারের। তবে চূড়ান্ত বাদ দেওয়া হয়েছে ৯ জনকে, একজন নাম তুলে নিয়েছেন আর নতুন করে যুক্ত করা হয়েছে একজনকে। ফলে সেই সংখ্যা দাঁড়িয়েছে ১৫৭ জনে।
১৫৭ জন দেশি ক্রিকেটারকে মোট ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যেখানে ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা। এ ছাড়া ‘বি’ ৩৫ লাখ টাকা, ‘সি’ ২৫ লাখ টাকা, ‘ডি’ ১৮ লাখ টাকা, ‘ই’ ১৪ লাখ টাকা এবং ‘এফ’ ক্যাটাগরির ক্রিকেটারের ভিত্তিমূল্য ১১ লাখ টাকা।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে ‘এ’ ক্যাটাগরির পারিশ্রমিক ৫০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া ‘বি’ ২৫ হাজার ডলার, ‘সি’ ২০ হাজার ডলার, ‘ডি’ ১৫ হাজার ডলার এবং ‘ই’ ক্যাটাগরির ক্রিকেটারের ভিত্তিমূল্য ১০ হাজার ডলার।
নিলামে যেভাবে ক্রিকেটারদের দাম বাড়বে
বিপিএলে নিলামে কোন ক্যাটাগরিতে কোন কত টাকা করে বাড়বে সেটা ঠিক করে দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। দেশি ক্রিকেটারদের মধ্যে যারা ‘এ’ ক্যাটাগরিতে আছেন তাদের ক্ষেত্রে প্রতি ডাকে ৫ লাখ টাকা করে বাড়বে।
এ ছাড়া ‘বি’ ৩ লাখ টাকা, ‘সি’ ১ লাখ টাকা, ‘ডি’ ৫০ হাজার টাকা, ‘ই’ ৩০ হাজার টাকা এবং এফ ক্যাটাগরিতে বাড়বে ২০ হাজার টাকা করে। বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে ক্যাটাগরি অনুসারে যথাক্রমে প্রতি ডাকে বাড়বে ৫ হাজার ডলার, ৩ হাজার ডলার, ২ হাজার ডলার, ১ হাজার ৫০০ ডলার এবং ১ হাজার ডলার।
যে নিয়মে খেলোয়াড় কিনতে হবে
বিপিএল নিলাম থেকে সর্বনিম্ন ১২ জন এবং সর্বোচ্চ ১৪ জন স্থানীয় ক্রিকেটারকে কিনতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। যেখানে ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরি মিলে অন্তত ২ জন ক্রিকেটারকে দলে নিতে হবে। ‘সি’ এবং ‘ডি’ ক্যাটাগরি থেকে অন্তত ৬ জন ও ‘ই’ এবং ‘এফ’ ক্যাটাগরি মিলে অন্তত ৪ জনকে দলে নিতে হবে। একটি দল সর্বোচ্চ ১৬ জন দেশি ক্রিকেটারকে কিনতে পারবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির স্কোয়াড হবে ২২ সদস্যের।
দলগুলোর বাজেট কত
গুলোর বাজেট কত৩০ নভেম্বর হতে যাওয়া নিলামে অন্তত ১২ জন দেশি ক্রিকেটারকে কিনতে সাড়ে ৪ কোটি টাকা খরচ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। নিলামের আগে সরাসরি সাইনিং করা ক্রিকেটারদের পারিশ্রমিক এখানে যুক্ত হবে না। নিলাম থেকে অবশ্যই দুজন বিদেশি ক্রিকেটার কিনতে হবে ফ্র্যাঞ্চাইজিদের। সরাসরি চুক্তি ও নিলামের বিদেশি ক্রিকেটারের জন্য সাড়ে ৩ লাখ মার্কিন ডলার খরচ করতে পারবে দলগুলো।
পারিশ্রমিক পরিশোধের নিয়ম
বিপিএলে খেলা ক্রিকেটারদের টাকা কীভাবে বণ্টন করতে হবে সেটাও বলে দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। নিয়ম অনুযায়ী, মোট তিনটি ধাপে পারিশ্রমিক পরিশোধ করতে হবে ফ্র্যাঞ্চাইজিদের।
যেখানে প্রথমে ২৫ শতাংশ সাইনিং ফি দিতে হবে। পরবর্তীতে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে আরও ৫০ শতাংশ পারিশ্রমিক দিতে হবে। টুর্নামেন্ট শেষের ৩০ দিনের মধ্যে বাকি ২৫ শতাংশ পারিশ্রমিক দিতে হবে।