প্রেমের গুঞ্জনে ওয়াশিংটন সুন্দর, কে এই সাহিবা বালি?
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১০:০৮ PM
ভারতীয় ক্রিকেটার ওয়াশিংটন সুন্দর সাধারণত আলোচনায় থাকেন তাঁর বল ও ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে। তবে এবার তিনি আলোচনায় মাঠের কারণে নয়, বরং ব্যক্তিগত জীবনের জন্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে নতুন গুঞ্জন—সুন্দর নাকি সম্পর্কে জড়িয়েছেন ক্রীড়া উপস্থাপিকা সাহিবা বালির সঙ্গে!
সাহিবা বালি স্টার স্পোর্টস নেটওয়ার্কের জনপ্রিয় মুখ। নিয়মিতভাবে তিনি ক্রিকেট ও অন্যান্য ক্রীড়া ইভেন্ট উপস্থাপনা করেন। শুধু উপস্থাপিকা নয়, তিনি একজন অভিনেত্রীও। বলিউডে তাঁর অভিনীত কিছু সিনেমা ও ওয়েব সিরিজ—‘ল্যাইল্যা মজনু’, ‘বার্ড অব ব্লাড’, ‘ডিয়ার মায়া’—ইতিমধ্যে তাঁকে পরিচিত মুখ করে তুলেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও সাহিবার জনপ্রিয়তা কম নয়। তিনি একসময় খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান জোম্যাটোর ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করেছেন। এখন নিজেকে পরিচিত করছেন একজন “ব্র্যান্ড ক্রিয়েটর” হিসেবে। তাঁর ইনস্টাগ্রাম ও ইউটিউব কনটেন্টে যেমন রয়েছে পেশাদারিত্ব, তেমনি ফুটে ওঠে ব্যক্তিগত স্টাইল ও প্রাণবন্ত ভাবমূর্তি।
গুঞ্জনের সূত্রপাত ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে দুবাইয়ে। ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগের দিন একটি ভিডিও ভাইরাল হয়—সেখানে দেখা যায়, ওয়াশিংটন সুন্দর ও সাহিবা বালি কফি ডেটে ব্যস্ত আড্ডায়। মুহূর্তেই সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভক্তদের ধারণা, তারা শুধুই “বন্ধু” নয়, হয়তো আরও ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছেন।
৩০ বছর বয়সী সাহিবা বালি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যের ডারহাম ইউনিভার্সিটি বিজনেস স্কুল থেকে মার্কেটিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পড়াশোনার পাশাপাশি তিনি কাজ করেছেন বিজ্ঞাপন ও গণমাধ্যমে।
তবে এখানেই শেষ নয়। ওয়াশিংটন সুন্দরের নাম জড়িয়েছে আরও এক তরুণীর সঙ্গে—তেলেগু অভিনেত্রী বর্ষিণী সৌন্দররাজন। আইপিএল ২০২৫ মৌসুমে বর্ষিণীকে প্রায়ই দেখা গেছে মাঠে সুন্দরের দলের খেলা দেখতে। তাঁদের কিছু বন্ধুত্বপূর্ণ আলাপচারিতা ও সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি ছবিই উসকে দিয়েছে নতুন জল্পনা।
তবে এই প্রেমের গুঞ্জন নিয়ে ওয়াশিংটন সুন্দর, সাহিবা বালি কিংবা বর্ষিণী সৌন্দররাজন—তিনজনের কেউই এখনো কোনো মন্তব্য করেননি। ভক্তদের ধারণা যাই হোক, সুন্দর আপাতত মনোযোগ দিচ্ছেন ক্রিকেটে, আর সাহিবা ব্যস্ত তাঁর নতুন উপস্থাপনা প্রকল্পে। তবু, ভক্তদের মনে প্রশ্নটা রয়ে গেছে—সত্যিই কি সাহিবার প্রেমে পড়েছেন ওয়াশিংটন সুন্দর?
তথ্যসূত্র: ইন্ডিয়াডটকম