ক্লাব ক্যাটাগরি থেকে বিসিবি পরিচালক হচ্ছেন যে ১২ জন

০৫ অক্টোবর ২০২৫, ১২:২৩ PM
বাংলাদেশ ক্রিকেট বোর্ড

বাংলাদেশ ক্রিকেট বোর্ড © ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচন শেষ মুহূর্তে এসে পৌঁছেছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল সোমবার (৬ অক্টোবর) হবে বহুল প্রত্যাশিত এ নির্বাচন। তবে এ পর্যন্ত বেশ কয়েকজন প্রার্থী তাদের নাম প্রত্যাহার করেছেন। গেল শনিবার ঢাকার ক্লাব কাউন্সিলররা বিভিন্ন দাবি তুলেছেন। পাশাপাশি তাদের দাবি মেনে নেওয়া না হলে ক্লাব ক্রিকেট বয়কট করার হুমকিও দিয়েছেন।

চলমান এ সমস্যা সমাধানে এসব সংগঠকদের তিন দফা দাবি হচ্ছে– পরিচালনা পর্ষদ নির্বাচনের সময় বৃদ্ধি (পেছানো) করা, অ্যাডহক কমিটির মাধ্যমে নির্বাচন আয়োজন এবং বর্তমান নির্বাচন কমিশন কিংবা নতুন গঠিত কমিশনের মাধ্যমে পুনরায় তফসিল ঘোষণার মাধ্যমে সবার অংশগ্রহণ নিশ্চিত করা।

গেল বুধবার (১ অক্টোবর) প্রার্থিতা প্রত্যাহারের পর ঢাকার ক্লাব ক্যাটাগরিতে মোট প্রার্থী ১৬ জন ছিলেন। এর মধ্যে শনিবার আরও দুজন সরে দাঁড়ানোয় প্রার্থীর সংখ্যা এখন ১৪ জন। সেখান থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন, অর্থাৎ দুজন প্রার্থী নির্বাচিত হতে পারবেন না। তবে কে কে বাদ পড়বেন, সেটিও এখন অনেকটাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে।

সূত্রমতে যে ১২ জন পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন: ফারুক আহমেদ, ইসতিয়াক সাদেক, আদনান রহমান দীপন, ফায়াজুর রহমান, আবুল বাশার, আমজাদ হোসেন, শাহনিয়ান তানিম, মোহাম্মদ মুকছেদুল কামাল, মোহাম্মদ ফয়জুর রহমান ভূঞা, এম নাজমুল ইসলাম, মো. মনজুর আলম ও মেহরাব আলম চৌধুরী।

এদিকে ক্যাটাগরি-১ থেকে (জেলা বিভাগ) ১৫টি মনোনয়ন জমা পড়ছিল। যেখান খুলনা বিভাগ থেকে মাত্র দুটি মনোনয়ন জমা পড়ে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, এই বিভাগ থেকে আব্দুর রাজ্জাক এবং জুলফিকার আলি খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন। সিলেট বিভাগ থেকেও কেবল রাহাত শামসের মনোনয়ন জমা পড়েছিল। ফলে তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন পরিচালক হচ্ছেন।

অন্যদিকে বরিশাল বিভাগ থেকেও একটি মনোনয়ন জমা পড়েছিল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই বিভাগের নতুন পরিচালক হচ্ছেন সাখাওয়াত হোসেন। অন্যদিকে চট্টগ্রাম বিভাগেও তিনজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছিলেন নির্বাচন কমিশন। তবে ১ অক্টোবর চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে মির হেলাল শেষমুহূর্তে প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় এই বিভাগেও আনুষ্ঠানিকভাবে আর নির্বাচন হচ্ছে না। 

আরও পড়ুন: একদিনে দুই দুঃসংবাদ পেল মেসির মায়ামি

এ বিভাগ থেকে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আহসান ইকবাল চৌধুরী এবং কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আসিফ আকবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন। ঢাকা বিভাগে আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম নির্বাচিত হতে যাচ্ছেন। আরেক প্রার্থী রেদোয়ান ফুয়াদ আজ প্রার্থীতা প্রত্যাহার করবেন বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র।

ক্যাটাগরি-৩ থেকে খালেদ মাসুদ পাইলট এবং দেবব্রত পাল লড়াই করবেন। যেখানে, ভালো লড়াইয়ের আবাহাওয়া দেখছেন নির্বাচন সংশ্লিষ্টরা। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচন। এর আগে ২৭ সেপ্টেম্বর সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত পরিচালক পদে নির্বাচনের জন্য মনোনয়ন উত্তোলন করেছিলেন প্রার্থীরা। 

রবিবার বিকেলে শেষ হয় মনোনয়ন জমা দেওয়ার কাজ। সবমিলিয়ে ৬০ জন কাউন্সিলর তিন ক্যাটাগরি থেকে নির্বাচনের জন্য মনোনয়ন নিয়েছিলেন। তবে, নানান কারণে ৯ জন মনোনয়ন জমা দেননি।

বিশ্বকাপে মিডল-অর্ডারেই খেলবেন হৃদয়, জানিয়েছেন লিটন
  • ১৮ জানুয়ারি ২০২৬
রামগঞ্জে বিএনপির এমপি প্রার্থী শাহাদাত সেলিমকে শোকজ 
  • ১৮ জানুয়ারি ২০২৬
পবিত্র শবে বরাত কবে?
  • ১৮ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচনসহ ৩ ইস্যুতে ইসি সচিবের সঙ্গে বৈঠকে ছাত্রদল
  • ১৮ জানুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় জামায়াতের প্রতিন…
  • ১৮ জানুয়ারি ২০২৬
সব পজিশনেই অবদান রাখার লক্ষ্য হৃদয়ের
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9