আফগানিস্তানকে কী হোয়াইট ওয়াশ করতে পারবে বাংলাদেশ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৮:০৭ AM
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। আজ (৫ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত সাড়ে ৮ টায়, শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়ে ইতোমধ্যেই সিরিজ জিতে নিয়েছে জাকের আলীর দল। এখন চোখ হোয়াইটওয়াশের দিকে।
প্রথম ম্যাচে ৪ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ২ উইকেটের নাটকীয় জয় পায় বাংলাদেশ। যদিও ব্যাটিং ব্যর্থতা পুরো সিরিজেই বড় শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। মিডল অর্ডার থেকে লোয়ার অর্ডার পর্যন্ত ব্যর্থতায় ম্যাচ সহজ থেকেও কঠিন হয়ে উঠেছে। তবে বল হাতে শক্তিশালী পারফরম্যান্স এবং কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যক্তিগত অবদানেই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে বাংলাদেশ।
এই জয়ের ধারায় আজকের ম্যাচটিও জিততে পারলে বাংলাদেশ পাবে এক ঐতিহাসিক হোয়াইটওয়াশ। পাশাপাশি এটি হতে পারে একটি প্রতিশোধমূলক জয়ও। কারণ ২০১৮ সালে ভারতের দেরাদুনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তান ৩-০ ব্যবধানে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল। ওই সিরিজের তিনটি ম্যাচেই আফগানদের বিপক্ষে হারে টাইগাররা।