আন্তর্জাতিক টি টোয়েন্টিতে যে বিশ্বরেকর্ড গড়লেন মুস্তাফিজ

০৪ অক্টোবর ২০২৫, ১০:২৭ AM
মুস্তাফিজুর রহমান

মুস্তাফিজুর রহমান © সংগৃহীত ছবি

২০১৫ সালের ২৪ এপ্রিল, পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় মুস্তাফিজুর রহমানের। মিরপুরে অনুষ্ঠিত সেই ম্যাচেই তার কাটার ও স্লোয়ারের বৈচিত্র্যে মুগ্ধ হয় ক্রিকেটবিশ্ব। প্রথম ম্যাচেই দারুণ শুরু করে নিজের আগমনী বার্তা জানান এই বাঁহাতি পেসার।

এরপর সময়ের সঙ্গে মুস্তাফিজ শুধু একজন উইকেট শিকারি বোলার হিসেবেই নয়, বরং প্রতি ডেলিভারিতে চাপ তৈরি করা এক ডট-বল স্পেশালিস্ট হিসেবেও নিজেকে গড়ে তোলেন। তার কাটার, অফ-কাটার, স্লোয়ার আর নিখুঁত ইয়র্কারে বিভ্রান্ত হয়েছেন বিশ্বের তাবৎ ব্যাটাররা।

বিশেষ করে টি-টোয়েন্টির মত দ্রুতগতির ফরম্যাটে মুস্তাফিজের ডট বল করার সামর্থ্য তাকে আলাদা উচ্চতায় নিয়ে যায়। মাঝে ইনজুরি আর ফর্মহীনতা তাকে কিছুটা ছিটকে দিলেও, ধারাবাহিকভাবে আবারও নিজের স্বরূপে ফেরেন তিনি।

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। শুক্রবার (৩ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে এই কীর্তি গড়েন কাটার মাস্টার। এর আগে সর্বাধিক ডট বল করার রেকর্ড কিউই তারকা টিম সাউদের নামে ছিল।

মুস্তাফিজের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ডট বলের সংখ্যা আফগানিস্তানের দ্বিতীয় ম্যাচের আগে ছিল ১১৩৫টি। শীর্ষে থাকা সাউদির ডট সংখ্যা ছিল ১১৩৮। তাই ফিজের প্রয়োজন ছিল মাত্র চারটি ডট।

ম্যাচের শুরুতে তিনি কিছুটা স্বাভাবিক বোলিং করতে পারলেও, ইনিংসের ১৬তম ওভারে নিজের দ্বিতীয় স্পেলের পঞ্চম বল দিয়ে ১১৩৮তম ডট করে সাউদিকে ছাড়িয়ে দেন। এরপর ১৮তম ওভারের দ্বিতীয় বলের মাধ্যমে সাউদিকে ছাড়িয়ে শীর্ষে উঠে যান। পুরো ম্যাচে তিনি চার ওভারে সাতটি ডট বল দেন।

এখন পর্যন্ত ১২০ ইনিংসে ২৬১৬ বল করে মুস্তাফিজের ডট সংখ্যা ১১৪২। দুই নম্বরে নেমে যাওয়া সাউদি ১২৩ ইনিংসে ২৭৫৩ বল করে ১১৩৮টি ডট দিয়েছেন।

এর আগে গত এশিয়া কাপের হংকংয়ের বিপক্ষে ম্যাচে মুস্তাফিজ সাকিব আল হাসানকে ছাড়িয়ে বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় স্থানে ওঠেন। বর্তমানে সাকিব তিন নম্বরে অবস্থান করছেন; ১২৫ ইনিংসে ২৭২০ বলের মধ্যে তিনি ১০৭৮টি ডট দিয়েছেন।

বাংলাদেশিদের মধ্যে মুস্তাফিজ ও সাকিবের পরে অবস্থান করছেন তাসকিন আহমেদ। ৮১ ইনিংসে ১৭৫৫ বলের মধ্যে তিনি ৮৩৮টি ডট দিয়েছেন।

 

 

এবার সংবাদ সম্মেলনের ঘোষণা দিল ইসলামী আন্দোলন
  • ১৬ জানুয়ারি ২০২৬
আলোচনা করতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল
  • ১৫ জানুয়ারি ২০২৬
জোটে যেসব আসন পেল এনসিপি
  • ১৫ জানুয়ারি ২০২৬
যেসব আসনে প্রার্থী দিল জামায়াত
  • ১৫ জানুয়ারি ২০২৬
‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটে ইসলামী আন্দোলনের জন্য কয়টি আসন থাক…
  • ১৫ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন …
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9