টি-টোয়েন্টিতে টানা চতুর্থ সিরিজ জিতলো বাংলাদেশ

০৪ অক্টোবর ২০২৫, ০৭:৫৬ AM
সোহানের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় পায় বাংলাদেশ

সোহানের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় পায় বাংলাদেশ © সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি ক্রিকেটে সবশেষ টানা চতুর্থ সিরিজ জিতছে বাংলাদেশ। এশিয়া কাপে যাওয়ার আগে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতে টাইগাররা। গতকাল আফগানিস্তানকে ২ উইকেটে হারানোর মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় সিরিজ জয়।

এর আগে ২০১৮ সালে হায়দারাবাদে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানদের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এরপর ২০২২ সালে দুই ম্যাচের সিরিজ ড্র হয় ১-১ ব্যবধানে। সবশেষ ২০২৩ সালে ২-০ ব্যবধানে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ।

শুক্রবার (৩ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আফগানিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় টাইগার অধিনায়ক জাকের আলী। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে রশিদ-নবিদের ইনিংস থামে ১৪৭ রানে। জবাবে ব্যাট করতে নেমে শেষ দিকে শরিফুল ইসলাম ও নুরুল হাসান সোহানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

শেষ দিকে জয়ের জন্য যখন দরকার মাত্র ১৯ রান, তখন অষ্টম উইকেট হারায় বাংলাদেশ। ২ ওভার বাকি থাকতে তখন উইকেটে আসেন শরিফুল ইসলাম। ১৯তম ওভারেই জয়ের রাস্তাটা সহজ করে দেন বাঁহাতি এই ব্যাটার। শেষ ওভারে তখন জয়ের জন্য দরকার মাত্র ২ রান। আজমতউল্লাহ’র প্রথম বলেই বাউন্ডারি হাঁকান শরিফুল ইসলাম, আর তাতেই ২ উইকেটের জয়ে সিরিজ নিশ্চিত করে টাইগাররা।

২১ বলে অপরাজিত ৩১ রানের ইনিংস খেলে এদিনও দলের জয়ে বড় অবদান রাখেন নুরুল হাসান সোহান। আরেক প্রান্তে ৬ বলে ১১ রানে অপরাজিত থাকেন শরিফুল। বল হাতেও দুর্দান্ত ছিলেন তিনি। ৪ ওভারে ১৩ রান খরচায় উইকেট শিকার করেছেন ১টি।

 

 

 

 

রিলেশনশিপ অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদন শেষ ২…
  • ১৬ জানুয়ারি ২০২৬
উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ছয়
  • ১৬ জানুয়ারি ২০২৬
৩১ জানুয়ারির মধ্যে পে স্কেল বাস্তবায়ন না হলে আত্মহনন কর্মসূ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
পরিচালক নাজমুল শোকজের জবাব না দিলে যা করবে বিসিবি
  • ১৬ জানুয়ারি ২০২৬
ওয়ালটন নেবে বিজনেস এক্সপানশন অফিসার, পদ ১০, আবেদন শেষ ২৩ জ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
রংপুরের অধিনায়কত্ব ছাড়লেন সোহান, নেতৃত্বে লিটন দাস
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9