ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ মে ২০২৫, ০৮:৫৬ PM , আপডেট: ২২ মে ২০২৫, ০৮:৩৩ PM

টানা তৃতীয় ম্যাচেও টস ভাগ্য সহায় হলো না বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের। টস জিতে তৃতীয়বারের মত সফরকারীদের প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আরব আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।
আজকের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিটি মূলত সূচিতে ছিল না। দুই দেশের বোর্ডের সিদ্ধান্তে এই ম্যাচটি বাড়ানো হয়। সে হিসেবে সিরিজ নির্ধারণী লড়াই আজ। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে একাদশে তিনটি পরিবর্তন এনেছে টাইগাররা।
গেল ম্যাচের একাদশ থেকে নাজমুল হোসেন শান্ত, তানভীর ইসলাম ও নাহিদ রানা বাদ পড়েছেন। তাদের জায়গায় পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদী ও হাসান মাহমুদ একাদশে ফিরেছেন।
বাংলাদেশের একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
আরব আমিরাতের একাদশ: মোহাম্মদ জোহাইব, মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), রাহুল চোপড়া, আসিফ খান, আলিসান শারাফু, সগীর খান, ইথান ডি’সুজা, ধ্রুব পরাশর, হায়দার আলী, মতিউল্লাহ খান ও আকিফ রাজা।