বিসিবি নির্বাচন ঘিরে ‘কারচুপির শঙ্কা’, সরে দাঁড়ালেন আরও দুই প্রার্থী

০৪ অক্টোবর ২০২৫, ০৪:২২ PM
লেজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল ও রাজশাহী বিভাগের হাসিবুল আলম

লেজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল ও রাজশাহী বিভাগের হাসিবুল আলম © ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে ঘিরে সংকট আরও গভীর আকার ধারণ করেছে। তামিম ইকবালের নেতৃত্বে ১৬ জন প্রার্থীর সরে দাঁড়ানোর পর এবার আরও দুই প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। আগামী সোমবার (৬ অক্টোবর) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

‘কারচুপির শঙ্কা’ এবং ‘ভোটারদের লুকিয়ে রাখার’ মতো বিস্ফোরক অভিযোগ তুলে নির্বাচন বর্জন করলেন লেজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল ও রাজশাহী বিভাগের হাসিবুল আলম। সব মিলিয়ে বিসিবি নির্বাচনের আগেই পুরো প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

শনিবার গণমাধ্যমকে লুৎফর রহমান বাদল বলেন, ‘আমি আসন্ন বিসিবি নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম। তবে অদূর ভবিষ্যতে পরিস্থিতি অনুকূলে থাকলে সবাইকে জানাব, কেন এবং কি কারণে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম।’ তিনি আরও যোগ করেন, ‘একাধিক প্যানেলে নির্বাচনটা হলে সেটা মাইলফলক হয়ে থাকতো।’

সবচেয়ে গুরুতর অভিযোগ তুলেছেন রাজশাহী বিভাগ থেকে পরিচালক পদের প্রার্থী হাসিবুল আলম। তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুখলেছুর রহমানের বিরুদ্ধে ভোটারদের ঢাকার একটি হোটেলে গোপনে রাখার অভিযোগ করেছেন। হাসিবুল বলেন, ‘আমাকে একটি বিদেশি নাম্বার থেকে জানানো হলো রাজশাহীর কাউন্সিলররা ঢাকার ইউনিক রিজেন্সি হোটেলে আছেন। আমি প্রতিনিধি পাঠিয়ে নিশ্চিত হয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমি ভোটারদের খুঁজে পাচ্ছি না, ভোট চাওয়ার সুযোগ পাচ্ছি না। সুষ্ঠু ভোট হচ্ছে না, বরং এটা প্রহসনের নির্বাচন হয়ে যাচ্ছে। তাই আমি স্বেচ্ছায় এই লড়াই থেকে সরে দাঁড়ালাম।’

যদিও নাম প্রত্যাহারের আনুষ্ঠানিক সময়সীমা গত বুধবার শেষ হয়েছে, ফলে ব্যালট পেপারে তাদের নাম থাকবে। তবে এই বর্জনের মাধ্যমে তারা নির্বাচনী প্রক্রিয়া থেকে নিজেদের বিচ্ছিন্ন করে নিলেন।

এর আগে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে তামিম ইকবালের নেতৃত্বে ১৬ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান। বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল তৃতীয় বিভাগ থেকে উঠে আসা ১৫টি ক্লাব, যাদের ভোটার তালিকাভুক্তি নিয়ে আপত্তি তুলেছিলেন তামিম। পরে বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের করা এক রিটের প্রেক্ষিতে আদালত এই ১৫টি ক্লাবকে নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

সব মিলিয়ে, একের পর এক বর্জন এবং গুরুতর অভিযোগের মধ্যেই আগামী সোমবার বিসিবির বহুল আলোচিত এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ত্তরায় আগুনে নিহতের ঘটনায় জামায়াতে আমিরের শোক
  • ১৬ জানুয়ারি ২০২৬
একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন শুরু
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাষ্ট্রীয়ভাবে নবাব সলিমুল্লাহর জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের…
  • ১৬ জানুয়ারি ২০২৬
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধির …
  • ১৬ জানুয়ারি ২০২৬
টঙ্গীতে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9