উপজেলা বিএনপি নেতার ছেলের বিয়েতে তামিম-আমিনুল

০২ অক্টোবর ২০২৫, ০৫:৪৩ PM , আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৬:১৪ PM
অতিথিদের সঙ্গে তামিম

অতিথিদের সঙ্গে তামিম © সংগৃহীত

সাম্প্রতিক সময়ে দেশের ক্রীড়াঙ্গনে ‘টক অব দ্য টাউন’ হয়ে উঠেছিলেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন সাবেক এই অধিনায়ক। তবে নির্বাচনে অনিয়ম, সরকারি হস্তক্ষেপসহ একাধিক অভিযোগ তুলে শেষমুহূর্তে (১ অক্টোবর) মনোনয়ন প্রত্যাহার করে নেন তামিম।

সাবেক এই অধিনায়কসহ বিএনপির রাজনীতি সংশ্লিষ্ট আরও বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীও নির্বাচন থেকে সরে দাঁড়ান। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রায় ৪ ঘণ্টা পর দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে তামিম জানিয়েছিলেন, আজই বিকেলের ফ্লাইটে দেশের বাইরে যাচ্ছেন তিনি।

তামিম ইকবাল জানিয়েছেন, ‘আমি বিকেলের ফ্লাইটে দেশের বাইরে যাচ্ছি। অনুরোধ থাকবে, ক্রিকেটকে বাঁচানোর জন্য এই জিনিসগুলো আপনারা করেন। এই ইলেকশনটা কীভাবে হচ্ছে, কেন হচ্ছে, এসবই আপনারা জানেন। এটার বিরুদ্ধে প্রতিবাদ করেন, যদি আপনাদের কাছে মনে হয় যে আমি যা বলেছি সেটা ঠিক।’

তবে, দেশের বাইরে পাড়ি জমানোর আলোচনার মাঝেই বিএনপির এক নেতার ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে তামিমকে দেখা গেল। রাজধানীর গলফ ক্লাবে ওই বিয়ে অনুষ্ঠিত হয়। বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহ আলমের ছেলের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সাবেক এই অধিনায়ক। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়ানো ওই অনুষ্ঠানের একাধিক ছবিতে আগত অতিথিদের সঙ্গে তামিমকে খোশগল্প করতে দেখা যায়।

অবশ্য, কেবল তামিমই নন; বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং দলটির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হককেও একই অনুষ্ঠানে দেখা যায়।

এ নিয়ে বুধবার রাত ১০টা ১২ মিনিটে ফেসবুকে আমিনুল লিখেছেন, ‘বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহ আলম ভাইয়ের ছেলের শুভবিবাহ অনুষ্ঠানে আমাদের উপস্থিতি স্মরণীয় হয়ে রইল। নবদম্পতির জন্য অফুরন্ত শুভকামনা ও ভালোবাসা রইল।’

নবীন ও প্রবীণদের এক প্রাণোচ্ছল মিলনমেলায় রূপ নেয় বিয়ের অনুষ্ঠানটি। তবে অনুষ্ঠান শেষেই বা ঠিক কখন দেশের বাইরে পাড়ি জমিয়েছেন তামিম, সেই বিষয়ে এখনও কোনো কিছুই নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে, আসন্ন বিসিবি নির্বাচন থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের পর এই নির্বাচন প্রক্রিয়াকে দেশের ক্রিকেটের জন্য ‘কালো দাগ’ হিসেবে অভিহিত করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তামিম।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাবেক এই অধিনায়ক বলেছিলেন, ‘আপনারা জানেন যে আমরা আজকে আমাদের নমিনেশনটা প্রত্যাহার করেছি। আমিসহ প্রায় ১৪-১৫ জনের মতো প্রত্যাহার করেছি এবং কারণটা খুবই পরিষ্কার। আমি শুরু থেকেই একটা কথা বলে আসছি যে ইলেকশনটা কোন দিকে যাচ্ছে বা কীভাবে হচ্ছে, এ জিনিস নিয়ে আপনারা সবাই এখন পরিষ্কার।’

হতাশা প্রকাশ করে তামিম বলেছিলেন, ‘আমি শুধু এটাই বলবো, যারা বোর্ডে আছেন তারা যদি এভাবেই নির্বাচন করতে চান তাহলে করতেই পারেন। জিততেই পারেন। কিন্তু আজ ক্রিকেট হেরে গেছে।’

এআইইউবি পরিদর্শন করেছে যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার…
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘পাহাড়ের খেলোয়াড়দের সঠিক নার্সিং হলে জাতীয়-আন্তর্জাতিক পর্য…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ঢাকার বিদায়ে নিশ্চিত হলো প্লে-অফের ৪ দল
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি…
  • ১৭ জানুয়ারি ২০২৬
চৌধুরী জায়দান শারাফাত–মুয়ীদ ডাবলস বিজয়ী, গাজী রাকিব সিঙ্…
  • ১৭ জানুয়ারি ২০২৬
জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দুই দিনের কর্মসূচি বিএনপির
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9