'বাংলাদেশের ক্রিকেটে এই ইলেকশন কালো দাগ হয়ে থাকবে'

০১ অক্টোবর ২০২৫, ০১:৩২ PM , আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০১:৩৭ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত ছবি

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচন। তবে এর আগে নির্বাচনী পরিবেশ নিয়ে নানা বিতর্ক ও আইনি জটিলতা তৈরি হয়েছে। বিশেষ করে, তৃতীয় বিভাগ থেকে উঠে আসা ১৫টি ক্লাব এখন আইনি জটিলতার মুখে পড়েছে, যাদের ভোটার তালিকায় থাকা নিয়েও প্রশ্ন উঠবে।

এমন পরিস্থিতিতে বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সবশেষ, আজ (১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেন তামিম। শুধু তিনিই নন, তার সঙ্গে আরও ১৪ জন প্রার্থীও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এ সময়ে ক্রিকেটে ফিক্সিং বন্ধের আগে বিসিবিতে ফিক্সিং বন্ধের তাগিদ দেন তামিম।

তার ভাষ্যমতে, 'আপনারা বলেন ফিক্সিং বন্ধ করেন ক্রিকেটে। আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, এরপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ কইরেন। এটা কোনো ইলেকশান ছিল না। বাংলাদেশের ক্রিকেটে এই ইলেকশন কালো দাগ হয়ে থাকবে। বিসিবি নির্বাচন ঘিরে যা ইচ্ছা তাই করা হচ্ছে। এটা সুন্দর প্রক্রিয়া হতে পারে না। যারা বোর্ডে আছেন তারা চাইলে এভাবে ইলেকশন করতে পারেন, জিততেও পারেন। তবে আজকে ক্রিকেট শতভাগ হেরে গেছে।'

বুধবার (১ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল। এরপর দুপুর ২টায় চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করার কথা। এর আগে, সকাল ১০টার দিকে মিরপুরে বিসিবি কার্যালয়ে আসেন তামিম। তখনই গুঞ্জন ছড়ায়, প্রার্থিতা প্রত্যাহার করতে যাচ্ছেন সাবেক এই অধিনায়ক। শেষ পর্যন্ত সেই গুঞ্জন সত্যি হয়।

তবে, কেবল তামিম নন, তার সঙ্গে আরও কয়েকজন প্রভাবশালী প্রার্থী সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম ও রফিকুল ইসলাম বাবু-ও নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন।

তাদের সরে দাঁড়ানোর পেছনে আদালতের এক আদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তৃতীয় বিভাগ বাছাইপর্ব থেকে উঠে আসা বিতর্কিত ১৫টি ক্লাবের কাউন্সিলরশিপ ভোটার তালিকায় অন্তর্ভুক্তির প্রক্রিয়া স্থগিত করেন হাইকোর্ট। সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদের দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানিতে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি সৈয়দ হাসান যুবায়েরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। শেষদিনে এস তাঁর সরে যাওয়ায় নতুন মোড় নেয় বহুল প্রত্যাশিত এই নির্বাচন। জানা গেছে, তামিমের পর আরও ১৪ জন প্রার্থী নির্বাচন থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছেন।

 তামিমসহ যে ১৫ জন সরে দাঁড়ালেন:

তামিম ইকবাল (ওল্ডডিওএইচএস), রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা ক্রীড়াচক্র),  মাসুদুজ্জামান (মোহামেডান), সাঈদ ইব্রাহীম আহমেদ (ফেয়ার ফাইটার্স), মির হেলাল (চট্টগাম জেলা), সৈয়দ বুরহান হোসেন পাপ্পু (তেজগাঁও ক্রিকেট একাডেমি), ইসরাফিল খসরু (এক্সিউম ক্রিকেটার্স), সাব্বির আহমেদ রুবেল (প্রগতি সেবা সংঘ), তৌহিদ তারেক (পাবনা জেলা), অসিফ রাব্বানী (শাইনপুকুর), সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর (ক্যাটাগরি-৩), ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং), ফাহিম সিনহা (সুর্যতরুণ), সাইফুল ইসলাম সপু (গুপিবাগ ফ্রেন্ডস) এবং ওমর শরীফ মোহাম্মদ ইমরান (বাংলাদেশ বয়েজ)।

 

 

 

 

 

 

অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিটি ব্যাংকে, নিয়োগ ঢাকাসহ ১৫ জেলায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
বাকৃবিতে বিজনেস আইডিয়া প্রতিযোগিতায় ‘টিম গ্রিন ডাই’ বিজয়ী
  • ১৮ জানুয়ারি ২০২৬
বৈষম্যহীন সমাজ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ জয়ের আহ্বান স্বাস্থ্য উপ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
প্লে-অফের আগে আরও এক তারকাকে দলে ভেড়াল সিলেট টাইটান্স
  • ১৮ জানুয়ারি ২০২৬
ফাঁকা ৩২ আসনে যাদের সমর্থন দেবে ইসলামী আন্দোলন
  • ১৮ জানুয়ারি ২০২৬
প্রেসের ধীরগতি, মাধ্যমিকে কোনো শিক্ষার্থীই শতভাগ নতুন বই পা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9