বিসিবি নির্বাচনে তামিমসহ সরে গেলেন ১৫ জন

তামিম ইকবাল
তামিম ইকবাল   © সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। শেষদিনে এসে তাঁর সরে যাওয়ায় নতুন মোড় নেয় বহুল প্রত্যাশিত এই নির্বাচন। জানা গেছে, তামিমের পর আরও ১৪ জন প্রার্থী নির্বাচন থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন।

বুধবার (১ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল। এরপর দুপুর ২টায় চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করার কথা। এর আগে, সকাল ১০টার দিকে মিরপুরে বিসিবি কার্যালয়ে আসেন তামিম। তখনই গুঞ্জন ছড়ায়, প্রার্থিতা প্রত্যাহার করতে যাচ্ছেন সাবেক এই অধিনায়ক। শেষ পর্যন্ত সেই গুঞ্জন সত্যি হয়।

তবে, কেবল তামিম নন, তার সঙ্গে আরও কয়েকজন প্রভাবশালী প্রার্থী সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম ও রফিকুল ইসলাম বাবু-ও নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন। 

তামিমসহ যে ১৫ জন সরে দাড়ালেন:

 ১. তামিম ইকবাল (ওল্ডডিওএইচএস)

২. রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা ক্রীড়াচক্র)

৩. মাসুদুজ্জামান (মোহামেডান)

৪. সাঈদ ইব্রাহীম আহমেদ (ফেয়ার ফাইটার্স)

৫. মির হেলাল (চট্টগাম জেলা)

৬. সৈয়দ বুরহান হোসেন পাপ্পু (তেজগাঁও ক্রিকেট একাডেমি)

৭. ইসরাফিল খশরু (এক্সিউম ক্রিকেটার্স)

৮. সাব্বির আহমেদ রুবেল (প্রগতি সেবা সংঘ)

৯. তৌহিদ তারেক (পাবনা)

১০. অসিফ রাব্বানী (শাইনপুকুর)

১১. সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর (ক্যাটাগরি-৩)

১২. ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং)

১৩. ফাহিম সিনহা (সুর্যতরুণ)

১৪. সাইফুল ইসলাম সপু (গুপিবাগ ফ্রেন্ডস)

১৫. ওমর শরীফ মোহাম্মদ ইমরান (বাংলাদেশ বয়েজ)

জানা গেছে, তাদের সরে দাঁড়ানোর পেছনে আদালতের এক আদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তৃতীয় বিভাগ বাছাইপর্ব থেকে উঠে আসা বিতর্কিত ১৫টি ক্লাবের কাউন্সিলরশিপ ভোটার তালিকায় অন্তর্ভুক্তির প্রক্রিয়া স্থগিত করেন হাইকোর্ট। সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদের দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানিতে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি সৈয়দ হাসান যুবায়েরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

 

 


সর্বশেষ সংবাদ