পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশে চমক!
- স্পোর্টস ডেস্ক
- প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৩:২৭ PM , আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৩:৪২ PM
নারী ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠেছে গেল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর)। তবে, আজ (২ অক্টোবর) বিশ্বমঞ্চে নামছে বাংলাদেশ। যেখানে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগ্রেসরা।
কলম্বোতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
অবশ্য, টস জিতলে বাংলাদেশের অধিনায়কও ব্যাটিং নিতেন। এ নিয়ে নিগার সুলতানা বলেন, 'আমরাও টস জিতলে ব্যাটিং নিতাম। উইকেট ব্যাটিংয়ের জন্য যথেষ্ট ভালো। আমরা অনেক ফিটনেস ক্যাম্প করেছি, নিজেদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত রেখেছি। আশা করি, সেটার ফল মাঠে দিতে পারব।'
ফারজানা হক ও রুবিয়া হায়দারকে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করবে বাংলাদেশ। একই সঙ্গে শারমিন আক্তার, নিগার সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার ও ফাহিমা খাতুন ব্যাটিং লাইনআপে থাকছেন। এছাড়া নাহিদা আক্তার ও রাবেয়া খান স্পিন বিভাগ সামলাবেন। পেস আক্রমণে মারুফা আক্তার এবং নিশিতা আক্তার রয়েছেন।
অন্যদিকে পাকিস্তান অধিনায়ক ফাতিমা জানিয়েছেন, তিনজন নতুন ক্রিকেটার আজ তাদের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলতে নামছেন।
তিনি বলেন, 'উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভালো মনে হচ্ছে। আমরা যদি নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারি, তাহলে যেকোনো দলকে হারাতে পারব। বিশ্বকাপে প্রতিটি প্রতিপক্ষই কঠিন। তবে আমরা বাংলাদেশকে বাছাইপর্বে খেলেছি, আর এই কন্ডিশনে ভালো খেলার চেষ্টা করব।'
বাংলাদেশ একাদশ: ফারজানা হক, রুবিয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক), সুবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, নিশিতা আক্তার।
পাকিস্তান একাদশ: মুনিবা আলী, ওমাইমা সোহেল, সিদরা আমিন, আলিয়া রিয়াজ, নাতালিয়া পারভেজ, ফাতিমা সানা, সিদরা নওয়াজ, রমিন শামীম, নাশরা সান্ধু, ডায়ানা বেগ, সাদিয়া ইকবাল।