২০২৫ এশিয়া কাপের সেরা ৫ ব্যাটার কারা 

এশিয়া কাপ
এশিয়া কাপ  © সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচের মধ্য দিয়ে রবিবার (২৮ সেপ্টেম্বর) পর্দা নেমেছে এশিয়া কাপের এবারের আসরের। এই ম্যাচে  পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। পুরো আসর জুড়ে দাপট দেখিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। এশিয়া কাপের ১৭তম আসরে সর্বোচ্চ ৫ ব্যাটারের তালিকায় জায়গা করে নিয়েছেন দুই ভারতীয়, দুই পাকিস্তানি এবং একজন শ্রীলঙ্কান ব্যাটার।

অভিষেক শর্মা

৭ ম্যাচের ৭ ইনিংসেই ব্যাট করে ৪৪.৮৫ গড় ও ২শ স্ট্রাইক রেটে টুর্নামেন্টে সর্বোচ্চ ৩১৪ রান করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের অভিষেক শর্মা। সুপার ফোরে টানা তিন ফিফটির পাশাপাশি গ্রুপপর্বের ম্যাচগুলোতেও ছিলেন ধারাবাহিক। টুর্নামেন্ট জুড়ে  ৩২ চার ও ১৯টি ছক্কায় ৩১৪ রান করেছেন তিনি। এবারের আসরের টুর্নামেন্ট সেরাও হয়েছেন তিনি।

পাথুম নিসাঙ্কা

অভিষেকের সবচেয়ে কাছাকাছি যেতে পেরেছেন পাথুম নিসাঙ্কা। টুর্নামেন্টের একমাত্র সেঞ্চুরিয়ান তিনিই। এর পাশাপাশি ২টি ফিফটিও করেছেন তিনি। সুপার ফোর পর্যন্ত ৬ ম্যাচ খেলে ১৬০.১২ স্ট্রাইক রেটে ২৬১ রান করেছেন নিসাঙ্কা।

সাহিবজাদা ফারহান

টুর্নামেন্টের তৃতীয় সেরা রান সংগ্রাহক সাহিবজাদা ফারহান। ফাইনাল ম্যাচে পাকিস্তানকে বড় সংগ্রহ এনে দেওয়ার মঞ্চ সাজিয়েছিলেন এই ব্যাটার। মাত্র ৩৭ বলে খেলেছিলেন ৫৮ রানের ইনিংস। এর আগে সুপার ফোরের ম্যাচেও ভারতের বিপক্ষে ফিফটি করেন তিনি। সব মিলিয়ে ৭ ইনিংসে পাকিস্তানি ওপেনারের করেছেন ২১৭ রান, স্ট্রাইক রেট ১১৬.০৪।

তিলক ভার্মা

এরপরই রয়েছেন ভারতের তিলক ভার্মা। ফাইনাল ম্যাচে ৫৩ বলে ৬৯ রানের ইনিংস খেলে ফাইনাল সেরার পুরস্কার জিতেছেন তিনি। পুরো টুর্নামেন্টে ৭১ গড়ে ২১৩ রান করেন এই ব্যাটার। 

ফখর জামান

৭ ইনিংসে ১৮১ রান করে তালিকার পঞ্চম স্থানে আছেন পাকিস্তানের ওপেনার ফখর জামান। এবারের আসরে তার সর্বোচ্চ রান ৫০। 

একনজরে এশিয়া কাপে সেরা সেরা পাঁচ ব্যাটার:

অভিষেক শর্মা - ৩১৪ রান (৭ ইনিংস)
পাথুম নিসাঙ্কা - ২৬১ রান (৬ ইনিংস)
সাহিবজাদা ফারহান - ২১৭ রান (৭ ইনিংস)
তিলক ভার্মা - ২১৩ রান (৬ ইনিংস)
ফখর জামান - ১৮১ রান (৭ ইনিংস)


সর্বশেষ সংবাদ