একদিনে দুই দুঃসংবাদ পেল মেসির মায়ামি

০৫ অক্টোবর ২০২৫, ১০:২৮ AM
মেসি

মেসি © সংগৃহীত ছবি

মেসির জাদুকরী পারফরম্যান্সে বড় জয় পেয়েছে মায়ামি, তবে ম্যাচ শেষে তাদের মুখে ছিল বিজয়ের হাসি নয়, হতাশার ছাপ। মেজর লিগ সকারে (এমএলএস) নিউ ইংল্যান্ডের বিপক্ষে ৪–১ গোলের দাপুটে জয় পেয়েছে ইন্টার মায়ামি। মেসি করছেন অ্যাসিস্টের হ্যাটট্রিক, জোড়া গোল করেন তাদেও আয়েন্দে ও জর্দি আলবা। টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর আবার জয়ে ফেরে দলটি। তবুও দিনটি রাঙানো হয়নি মায়ামির জন্য। একদিকে মৌসুম শেষে ফুটবল থেকে অবসর নিতে যাওয়া সের্হিও বুসকেতসকে দেওয়া হলো বিদায়ী সংবর্ধনা, অন্যদিকে শিরোপার শেষ আশাটুকুও শেষ হয়ে গেল। কারণ একই দিনে নিউ ইয়র্ক সিটিকে ১–০ গোলে হারিয়ে সাপোর্টার্স শিল্ড জিতে নেয় ফিলাডেলফিয়া।

আগের ম্যাচে শিকাগো ফায়ারের বিপক্ষে হারের পরই মায়ামির শিরোপা হাতছাড়া হওয়াটা প্রায় নিশ্চিত হয়ে যায়। শিল্ড জেতার জন্য নিজেদের শেষ দুই ম্যাচের একটি জিতলেই চলত ফিলাডেলফিয়ার। আজ সেই জয়ই নিশ্চিত করেছে তারা। এ জয়ের পর শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৩৩ ম্যাচে ৬৬। ৩ নম্বরে থাকা মায়ামির পয়েন্ট ৩২ ম্যাচে ৫৯।

এখন শেষ দুই ম্যাচে জিতলেও ফিলাডেলফিয়াকে ছুঁতে পারবে না হাভিয়ের মাচেরানোর দল। অন্যদিকে ৩৩ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে সিনসিনাটি। তাদের পক্ষেও ফিলাডেলফিয়াকে ছোঁয়ার সুযোগ নেই। এটি ফিলাডেলফিয়ার দ্বিতীয় শিল্ড জয়। এর আগে ২০২০ সালে শিল্ড জিতেছিল তারা

মেজর লিগ সকারে সাপোর্টার্স শিল্ড দেওয়া হয় সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলকে। গত বছর এই পুরস্কার জিতেছিল মায়ামি।

আজ ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় মায়ামি। ৩২ মিনিটে যার ফলও পায় তারা। বক্সের বাইরে থেকে মেসির দারুণ এক পাস ধরে গোল করেন আয়েন্দে। প্রথমার্ধের যোগ করা সময়ে দৃশ্যপটে আসে মেসি–আলবা জুটি। বক্সের ভেতর মেসির পাস থেকে গোল করেন আলবা। বিরতির পর ৫৯ মিনিটে নিউ ইংল্যান্ডের হয়ে ব্যবধান ২–১ করেন ডোর টুরগেমেন।

তবে এক মিনিট পর আবারও মেসি–ঝলক। এবার প্রায় মাঝমাঠ থেকে দারুণভাবে বল বাড়ান মেসি। সেটি ধরে লেগে থাকা ডিফেন্ডারের ফাঁদ এড়িয়ে নিজের দ্বিতীয় গোল করেন আয়েন্দে। এরপর ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন আলবা। এদিন ম্যাচ শেষে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে মৌসুম শেষে ফুটবল থেকে অবসর নিতে যাওয়া সের্হিও বুসকেতসকে।

মায়ামির পরের ম্যাচ ১২ অক্টোবর আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে। আর ১৯ অক্টোবর তারা মৌসুমের শেষ ম্যাচ খেলবে নাশভিলের বিপক্ষে।

বিএনপির দাবির পর পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি
  • ১৭ জানুয়ারি ২০২৬
সিসিইউতে মাহমুদুর রহমান মান্না
  • ১৭ জানুয়ারি ২০২৬
ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পে স্কেলের জন্য অর্থ সংস্থান সরকারের, সংশোধিত বাজেটে বাড়ল ব…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ফের ইসলামী আন্দোলনের সাথে বসতে পারে ১০ দল?
  • ১৭ জানুয়ারি ২০২৬
রিইউনিয়নে এসে না ফেরার দেশে বাকৃবির প্রাক্তন শিক্ষার্থী
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9