গোলবন্যার ম্যাচে নিষ্প্রভ মেসি, হারল মায়ামি

মেসি
মেসি  © সংগৃহীত ছবি

টানা তিন ম্যাচে গোল পেয়েছিলেন লিও মেসি। দলও জয় পেয়েছিলো তিন ম্যাচেই। পরবর্তী দুই ম্যাচে গোলহীন মেসি, জয় বঞ্চিত মেসির ইন্টার মায়ামি। ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে আজ সকালে মেজর লিগ সকারের (এমএলএস) গুরুত্বপূর্ণ ম্যাচে ইন্টার মায়ামিকে ৫-৩ গোলে হারিয়েছে শিকাগো ফায়ার। এই জয়ে ২০১৭ সালের পর প্রথমবারের মতো এমএলএস প্লে–অফ নিশ্চিত করেছে তারা। বিপরীতে, এই হারের ফলে টানা দ্বিতীয়বারের মতো সাপোর্টারস শিল্ড জয়ের সুযোগ হাতছাড়া করেছে মায়ামি।

ম্যাচের শুরু থেকেই এগিয়ে যায় শিকাগো। ১১, ৩১ ও ৪৩ মিনিটে গোল করেন ডি’আভিলা, জোনাথন ডিন এবং রোমিনিগুয়ে কৌয়ামে। মায়ামির হয়ে ৩৯ মিনিটে একটি গোল শোধ দেন রোমান আভিলেস। প্রথমার্ধ শেষ হয় ৩-১ ব্যবধানে শিকাগোর পক্ষে।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ইন্টার মায়ামি। লুইস সুয়ারেজ ৫৭ এবং ৭৪ মিনিটে দুটি গোল করে ব্যবধান কমিয়ে আনেন। কিন্তু শেষ দিকে আবার ছন্দ ফিরে পায় শিকাগো ফায়ার। ৮০ মিনিটে জাস্টিন রেনল্ডস এবং ৮৩ মিনিটে ব্রায়ান গুতিরেজের চোখধাঁধানো দূরপাল্লার গোল দলের জয় নিশ্চিত করে।

এই ম্যাচে লিওনেল মেসির পারফরম্যান্সও প্রত্যাশামতো ছিল না। প্রথমার্ধে তাঁর একটি শট পোস্টে লাগে এবং দুটি ফ্রি কিক পেলেও কাজে লাগাতে পারেননি তিনি। ম্যাচ শেষে হতাশা ছিল তাঁর চোখেমুখে। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ড্রেসিংরুমের পথে হাঁটা ধরেন লিওনেল মেসি। গটগট করে দ্রুতগতিতে হেঁটে চলে যান তিনি। মুখে ছিল স্পষ্ট হতাশার ছাপ। ফেরার পথে কারও সঙ্গে হাত মেলাননি বা শুভেচ্ছা বিনিময়ও করেননি।

মায়ামির কোচ হাভিয়ের মাচেরানো অবশ্য হারের দায় নিজের কাঁধেই নিয়েছেন। ম্যাচ শেষে তিনি বলেন, 'প্রথমার্ধে আমরা যেভাবে খেলতে চেয়েছি, সেটা বাস্তবে হয়নি। এই হারের দায় পুরোপুরি আমার। আমি ভেবেছিলাম ম্যাচটা একরকম হবে, কিন্তু হয়েছে সম্পূর্ণ অন্যরকম। এই খারাপ পারফরম্যান্সের জন্য খেলোয়াড়রা দায়ী নয়, দায়টা আমার। এটা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই।'

 

 


সর্বশেষ সংবাদ