লিটন দাসকে নিয়ে দুঃসংবাদ

ক্রিকেটার লিটন দাস
ক্রিকেটার লিটন দাস  © ফাইল ছবি

সাইড স্ট্রেইনের চোটে এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি লিটন দাস। একই কারণে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও মাঠে নামতে পারবেন না তিনি। চোট থেকে সেরে উঠত অন্তত দেড় থেকে দুই সপ্তাহ সময় লাগবে তার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশ্বস্ত এক সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগে গত ২২ সেপ্টেম্বর অনুশীলনের সময় সাইড স্ট্রেইনের চোট পেয়েছিলেন টাইগার দলপতি। তখন টিম ম্যানেজমেন্ট জানিয়েছিল, ডানহাতি ব্যাটারের চোট ততটা গুরুতর নয়। পরে দেখা যায়, হালকা চোটের মধ্যে সীমাবদ্ধ থাকেনি এটি। ভারতের বিপক্ষে লিটনকে না খেলানোর সিদ্ধান্ত ম্যাচ শুরুর আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেই নেওয়া হয়েছিল।

মূলত মেডিকেল বিভাগের গ্রিন সিগন্যাল না মেলাতেই খেলতে পারেননি লিটন। একই কারণে পাকিস্তানের বিপক্ষেও খেলা হয়নি তার। এবার আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলা হচ্ছে না। বিসিবি সূত্র জানিয়েছে, টি-টোয়েন্টি সিরিজের আগে লিটনের সেরে ওঠার সম্ভাবনা কম।

আরও পড়ুন: প্রস্তাবিত অধ্যাদেশের খসড়া প্রত্যাহার চান ঢাকা কলেজ শিক্ষার্থীদের একাংশ

এতে এই টি-টোয়েন্টি সিরিজেও জাকের আলী অনিক বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারেন। ভারত ও পাকিস্তান ম্যাচে তিনিই ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।  লিটনের চোটে টি-টোয়েন্টি স্কোয়াডে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। গুঞ্জন উঠেছে, এনসিএল টি-টোয়েন্টিতে খুলনার হয়ে হাফ-সেঞ্চুরি করা সৌম্য সরকারকে স্কোয়াডে নেওয়া হতে পারে। নাঈম শেখ এবং জিশাস আলমও বিবেচনায় আছেন।

উল্লেখ্য, শারজাহতে আগামী ২, ৩ ও ৫ অক্টোবর গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। এরপর আবুধাবিতে তিনটি ওয়ানডে ম্যাচও খেলবে বাংলাদেশ। আগামী ৮, ১১ ও ১৪ অক্টোবর মাঠে গড়াবে ম্যাচগুলো।


সর্বশেষ সংবাদ