আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাসকিনের শততম শিকার, অনন্য রেকর্ড

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২ PM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ PM
তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ © ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদ ইতিহাস গড়ে দেশকে এনে দিল নতুন এক রেকর্ড। এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিলে বল হাতে তুলে দেন তাসকিন।

প্রথম ওভারেই সাহিবজাদা ফারহানকে ব্যাকওয়ার্ড পয়েন্টে রিশাদ হোসেনের ক্যাচে আউট করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট পূর্ণ করেন তিনি। এতে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে উইকেট শিকারকারী তৃতীয় বোলার হিসেবে নিজের নামের পরিচয় নিশ্চিত করলেন তাসকিন।

এর আগে এই কৃতিত্ব অর্জন করেছিলেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সাকিব ১২৯ ম্যাচে এবং মুস্তাফিজ ১১৭ ম্যাচে সমান ১৪৯টি করে উইকেট নিয়েছেন। তাসকিন মাত্র ৮২ ম্যাচে ১০০ উইকেট শিকার করে এই তালিকায় তৃতীয় স্থানে উঠেছেন।

তাসকিনের আন্তর্জাতিক টি-টোয়েন্টি যাত্রা শুরু ২০১৪ সালে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অভিষেক ম্যাচে তিনি ৪ ওভারে ২৪ রানে ১ উইকেট নেন। এরপর ধীরে ধীরে দেশের এক নম্বর পেসার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

উইকেটের সেঞ্চুরি করার পথে এখন পর্যন্ত ৩ বার ম্যাচে ৪ উইকেট নিয়েছেন তাসকিন। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে নেওয়া ১৬ রানে ৪ উইকেট তার ক্যারিয়ার সেরা বোলিং। পাকিস্তান ম্যাচের আগে সবশেষ ৭ ম্যাচে তিনি নিয়েছিলেন ১৭ উইকেট।

সব মিলিয়ে ১০০ উইকেট নেওয়া বিশ্বের ২৬তম বোলার তাসকিন। এই তালিকায় সবার ওপরের নামটি আফগানিস্তানের রশিদ খানের। এখন পর্যন্ত ১০৩ ইনিংসে ১৭৩ উইকেট পেয়েছেন আফগানদের এই তারকা লেগ স্পিনার। 

ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, তরুণ তাসকিনের এই ধারাবাহিক পারফরম্যান্স দেশের বোলিং বিভাগের শক্তি আরও বৃদ্ধি করেছে। বিশেষ করে চাপের মুহূর্তে গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার ক্ষমতা তাকে বাংলাদেশ দলের জন্য অপরিহার্য খেলোয়াড়ে পরিণত করেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ভক্তরাও তার এই অর্জনের জন্য তাকে অভিনন্দন জানিয়েছে। টি-টোয়েন্টি ইতিহাসে ১০০ উইকেট স্পর্শ করা তাসকিনের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা, যা ভবিষ্যতের ম্যাচগুলোতে আরও উজ্জ্বল প্রদর্শনীর পথ প্রশস্ত করবে।

যশোরে প্রেমের ফাঁদে ফেলে কিশোরী অপহরণ, আটক ৩
  • ১৮ জানুয়ারি ২০২৬
ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ভারতের কাছে হারল বাংলাদেশ
  • ১৭ জানুয়ারি ২০২৬
রংপুরে গণপিটুনিতে নিহত ২, এবি পার্টির উপজেলা নেতা গ্রেপ্তার
  • ১৭ জানুয়ারি ২০২৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ১৯, আবেদন শেষ ২ ফেব্রু…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৪
  • ১৭ জানুয়ারি ২০২৬
জামায়াতের সাড়ে ১২ ঘণ্টার বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9