পাড়ায়-মহল্লায় গণকমিটি গঠনের ঘোষণা সাদিক কায়েমের

১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ PM
প্রেস ব্রিফিংয়ে সাদিক কায়েম

প্রেস ব্রিফিংয়ে সাদিক কায়েম © টিডিসি

জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতের জন্য এবং ফ্যাসিবাদের দোসর ও আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দেশের প্রতিটি এলাকা-পাড়া-মহল্লায় গণকমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

তিনি বলেছেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা প্রতিটি এলাকা-পাড়া-মহল্লায় গণকমিটি গঠন করব, যাতে ফ্যাসিবাদী খুনি হাসিনার দোসর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সন্ত্রাসীদের চিহ্নিত করে থানায় দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়। সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে নিশ্চিত করেছে যে, এই কমিটিকে তারা সহযোগিতা করবে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে তিন দফা দাবিতে শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সকল অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি শেষে সচিবালয় এলাকায় প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরীসহ ডাকসুর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে সাদিক কায়েম বলেন, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমাদের দাবি তুলে ধরেছি। তিনি আমাদের দাবি মেনে আশ্বস্ত করেছেন। আমরা যে তিন দফা দাবি জানিয়েছি, সে অনুযায়ী যদি দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা দেখতে না পাই, তাহলে আমরা সারা দেশের মুক্তিকামী ছাত্র-জনতাকে সাথে নিয়ে জুলাইয়ে যেভাবে রাজপথে নেমেছিলাম, তার চাইতে আরও শক্তিশালীভাবে রাজপথে আন্দোলন করে দাবি আদায় করব।

আরও পড়ুন: ডাকসুর নেতৃত্বে তিন দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীরা

সাদিক বলেন, দিল্লী আজ খুনি হাসিনা ও তার সন্ত্রাসীদেরকে আশ্রয় দিচ্ছে এবং বাংলাদেশকে বিভিন্নভাবে উত্তপ্ত করার চেষ্টা করছে। তাদের সাথে আমাদের বাংলাদেশের যে সম্পর্ক, সেটাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্বিবেচনা করতে হবে।

ওসমান হাদির ওপর হামলা কেন্দ্রিক নির্বাচন কমিশনারের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আজকে আমাদের নির্বাচন কমিশনার একটা মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ওসমান হাদির উপর যেই হামলা হয়েছে, সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা, আমরা পুরো ছাত্র জনতার পক্ষ থেকে  আমরা এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা তাকে অনুরোধ জানাব যে, দ্রুত আপনার বক্তব্য প্রত্যাখ্যান করুন এবং জাতির কাছে ক্ষমা চান।

তিনি আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি, ফ্যাসিস্টের দোসরদের মামলাগুলো প্রত্যাহার করার জন্য এবং তাদের জামিনের জন্য মোটা অঙ্কের টাকার বিনিময়ে আদালত ও আইনজীবীরা কাজ করছে। আমরা ছাত্রসমাজের পক্ষ থেকে হুঁশিয়ার করছি, এই যারা গণহত্যাকারী, শিশু হত্যাকারী এবং যারা আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছে, এই সন্ত্রাসীদের পক্ষে যারা কাজ করবে তাদেরকে আমরা সামাজিকভাবে বয়কট করবো এবং তাদের তালিকা আমরা সামাজিকভাবে সবাইকে জানিয়ে দেব।

ডাকসুর ভিপি আরও বলেন, অপরাধীদের বিচারের প্রশ্নে, খুনি হাসিনার বিচারের প্রশ্নে, নিষিদ্ধঘোষিত ছাত্র লীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিচারের প্রশ্নে এবং দিল্লির আধিপত্যের বিরুদ্ধে আমাদের একটি জাতীয় ঐক্যমত্য দরকার। প্রকৃত ফ্যাসিস্টদের বিরুদ্ধে এবং খুনি হাসিনার বিচারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম জারি রাখব।  

 

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু জীবিত আছে, নেওয়া হচ্ছে চট্টগ…
  • ১১ জানুয়ারি ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে ফিল্ড ফ্যাসিলিটেটর, আবেদন শেষ ২১ জানুয়ারি
  • ১১ জানুয়ারি ২০২৬
ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু
  • ১১ জানুয়ারি ২০২৬
ঢাবিতে আওয়ামীপন্থি সাবেক প্রক্টর বিভাগের চেয়ারম্যান হওয়ায় শ…
  • ১১ জানুয়ারি ২০২৬
সেঞ্চুরি মিস হৃদয়ের, চ্যালেঞ্জিং পুঁজি রংপুরের
  • ১১ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় অর্ধশতাধিক মাদ্রাসা শিক্ষার্থীসহ পাঁচ গুণী শিক্ষকক…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9