নির্বাচনে সাদিক কায়েম অংশ নেবেন কিনা জানাল শিবির
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ PM , আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ PM
ঢাকা-৮ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম নির্বাচন করছেন বলে গুঞ্জন উঠার পর সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
আজ শনিবার (৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে একটি স্ট্যাটাস দেন কেন্দ্রীয় শিবিরের প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।
ফেসবুক পোস্টে কেন্দ্রীয় প্রচার সম্পাদক বলেন, ‘সাদিক কায়েম, ঢাকা-৮ থেকে নির্বাচন করছেন। এমন খবরের সত্যতা যাচাই করতে অনেকেই নক দিচ্ছেন। ইতোমধ্যে ২/১ জন সাংবাদিক এই ইস্যুতে ফেসবুকে পোস্টও করেছেন। ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি দুদিন আগে মিডিয়াতে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন।’
তিনি বলেন, ‘আমরা আবারও বলছি— এখন পর্যন্ত ছাত্রশিবিরের কোনো জনশক্তিকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করানোর সিদ্ধান্ত গৃহীত হয়নি। কেন্দ্রীয় সংগঠন নির্বাচন সংশ্লিষ্ট কোন সিদ্ধান্ত গ্রহণ করলে আমরা অফিসিয়ালি জানিয়ে দিব, ইনশাআল্লাহ।’