হুমা খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ জবি শিবির সেক্রেটারির

হুমা খানের সঙ্গে জবি শিবির সেক্রেটারি আব্দুল আলিম আরিফ ও জাহিদুল ইসলাম
হুমা খানের সঙ্গে জবি শিবির সেক্রেটারি আব্দুল আলিম আরিফ ও জাহিদুল ইসলাম  © সংগৃহীত

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সদ্য সাবেক প্রধান কর্মকর্তা হুমা খানের সঙ্গে সাক্ষাৎ ও সম্মাননা স্মারক দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবির সেক্রেটারি। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) হুমা খানের কার্যালয়ে সাক্ষাৎ করেন জবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ। এ সময় তার হাতে শাখার পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। 

জানা গেছে, হুমা খান বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের প্রধান হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন শেষে সিরিয়ায় নতুন দায়িত্ব নিতে যাচ্ছেন। এসময় তিনি বাংলাদেশে মানবাধিকার সুরক্ষায় তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়। আগামী ৮ ডিসেম্বর বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে জবি শাখা শিবির সেক্রেটারি আরিফ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের সময় হুমা খানের নিবিড় নজরদারি ও সহায়তা সত্যিই প্রশংসনীয় ছিল। ক্রাকডাউনের সময় থেকে আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হত। চলতি মাসে তিনি সিরিয়ায় ট্রান্সফার হচ্ছেন এবং আগামী ৮ তারিখ বাংলাদেশ ত্যাগ করবেন। বিদায়ের মুহূর্তে তিনি জানান, ‘তিনি বাংলাদেশের মানুষের আন্তরিকতা, সংগ্রাম ও ভিশনকে গভীরভাবে মিস করবেন।’

শিবির সেক্রেটারি বলেন, ‘ব্যাক্তিগতভাবে আমার অভিজ্ঞতা হলো হুমা খান অনেক ভালো মনের মানুষ, আশা করি পুরো বিশ্বের মানবাধিকার রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবেন, ইনশাআল্লাহ।’


সর্বশেষ সংবাদ