জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন

বিশ্ববিদ্যালয়েরটিএসসিতে সংবাদ সম্মেলনে কথা বলছেন শাখা ছাত্রশিবিরেরসভাপতি মো. মুহিবুর রহমান
বিশ্ববিদ্যালয়েরটিএসসিতে সংবাদ সম্মেলনে কথা বলছেন শাখা ছাত্রশিবিরেরসভাপতি মো. মুহিবুর রহমান  © টিডিসি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আগামীকাল শুক্রবার দিনব্যাপী ‘শহীদ কামরুল ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫’ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক সংবাদ সম্মেলনে শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মুহিবুর রহমান এ কথা জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকার শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। মেডিকেল ক্যাম্পে মেডিসিন, সাইকিয়াট্রিকস, গাইনি, চর্ম ও যৌন, নাক, কান গলা, সার্জারি, চক্ষু  অর্থোপেডিক,  ডেন্টালসহ মোট ৩০ জনের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করবেন। 

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা গ্রহণের জন্য এখন পর্যন্ত ৩ হাজার ৫৩২ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন বলে জানান ছাত্রশিবিরের শাখা সভাপতি। তাদের মধ্যে মেডিসিন বিভাগে চিকিৎসা সেবা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন ৫১৮ জন শিক্ষার্থী, সাইকিয়াট্রিকস বিভাগে ২৮০ জন, গাইনি বিভাগে ২৪১ জন, চর্ম ও যৌন বিভাগে ৬৪৫ জন, নাক, কান ও গলা (ইএনটি) বিভাগে ৪০০ জন, সার্জারি বিভাগে ৭২ জন, চক্ষু বিভাগে ৫৭৭ জন, অর্থোপেডিক বিভাগে ১৭৫ জন, ডেন্টাল বিভাগে ৪২২ জন ও অন্যান্য বিভাগে রেজিস্ট্রেশন করেছেন ২০২ শিক্ষার্থী। 

শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মুহিবুর রহমান বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা, নৈতিকতার ভিত্তিতে আলোকিত মানবিক সমাজ গঠন এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দীর্ঘ ৩৫ বছর সংগঠনটির প্রকাশ্য কার্যক্রম অযাচিত বাধার কারণে বন্ধ থাকলেও, গত বছর ২৯ অক্টোবর পুনরায় তার সাংগঠনিক কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই জাবি ছাত্রশিবির শিক্ষার্থীদের কল্যাণে একের পর এক উদ্যোগ নিয়ে আসছে।’

তিনি আরও বলেন, ‘শহীদ কামরুল ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস। চিকিৎসা সেবা গ্রহণের জন্য এখন পর্যন্ত ৩ হাজার ৫৩২ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। আমরা বিশ্ববিদ্যালয়ের সবাইকে সাথে এই কল্যাণমূলক কর্মসূচি সফলকাম করবো, ইনশাআল্লাহ।’

শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘গত এক বছরে জাহাঙ্গীরনগর বিশ্বিবদ্যালয় ছাত্রশিবির শীতবস্ত্র বিতরণ, প্রথম বর্ষের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, বিভিন্ন দিবস কেন্দ্রিক মেধাভিত্তিক প্রতিযোগিতা আয়োজন, গণ ইফতার মাহফিল আয়োজন, জুলাই অভ্যুত্থানে আহত জাবির বিপ্লবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময়, কুরবানির ঈদে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে ভোজের আয়োজন, ফ্রি হেলথ ক্যাম্প, ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম, ৫৪তম ব্যাচের নবীনবরণ, ফার্স্ট এইড কিট বিতরণ, সাইকেল পাম্পার বিতরণ, ভর্তি পরীক্ষায় সহযোগিতার লক্ষ্যে ইনফরমেশন বুথ স্থাপন, এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলনে সোচ্চার ভূমিকা পালনসহ নানা শিক্ষার্থীমুখী কার্যক্রম সম্পন্ন করেছে।’

তিনি আরও বলেন, ‘এ বছরের শুরুর দিকে আইটিএ-ছাত্রশিবির কোলাবোরেশনে আয়োজিত আশ-শিফা ফ্রি হেলথ ক্যাম্পে শিক্ষার্থীদের বেসিক হেলথ চেকআপকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবারে আরও বিস্তৃত, বিভাগভিত্তিক বিশেষজ্ঞ সেবা নিয়ে আয়োজন করা হচ্ছে "শহীদ কামরুল ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫"। 

মুস্তাফিজুর রহমান আরও বলেন, ফ্রি মেডিকেল সেবা গ্রহণের জন্য আমরা শিক্ষার্থীদের মধ্যে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। চিকিৎসা গ্রহণের জন্য যারা রেজিস্ট্রেশন করেছেন প্রত্যেকের জন্য থাকবে বিনা মূল্যে ওষুধ ও আকর্ষণীয় উপহার। 


সর্বশেষ সংবাদ