ডাকসুর নেতৃত্বে তিন দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীরা
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৪৩ PM
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারসহ তিন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে ছাত্র-জনতা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে মার্চ শুরু করেছে ডাকসু।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর একটার দিকে সমবেত ছাত্র-জনতা নিয়ে ডাকসু ভবনের সামনে থেকে মার্চ শুরু করেন তারা।
এসময় তাদের ‘জাহাঙ্গীরের দুই গালে, পেঁয়াজ মারো তালে তালে‘, ‘সুশীলতার দিন শেষ, জবাব চায় বাংলাদেশ‘, ‘এক হাদি হাসপাতালে, লক্ষ হাদি রাজপথে‘, ‘আমরা সবাই হাদি হবো, হাদির মুখে কথা কবো’ সহ নানা স্লোগান দিতে দেখা যায়।
ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, আমরা ডাকসুর সামনে থেকে বিক্ষোভ-মিছিল নিয়ে টিএসসি হয়ে সচিবালয়ের সামনে গিয়ে অবস্থান নিবো।