বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল ৯ হাজার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি   © টিডিসি সম্পাদিত

বরগুনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। সবশেষ তথ্য অনুযায়ী, জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ২৯ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০২ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নতুন করে ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন ৫৫ জন। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ১৪ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে আমতলীতে ২ জন, বামনা ও বেতাগীতে ৩ জন করে ৬ জন এবং পাথরঘাটায় ৬ জন।

আরও পড়ুন: ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

এ বছর জেলায় মোট ৯ হাজার ২৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৮ হাজার ৯২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আক্রান্তদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৭ হাজার ৪৪ জন, আর উপজেলা পর্যায়ে ১ হাজার ৯৮৫ জন।

ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে সদর উপজেলার পর পাথরঘাটা উপজেলা দ্বিতীয় অবস্থানে রয়েছে। এ উপজেলায় এখন পর্যন্ত ৯১০ জন রোগী চিকিৎসা নিয়েছেন, মারা গেছেন ২ জন।

সরকারি হিসাবে জেলায় ১৫ জনের মৃত্যু হলেও, অনানুষ্ঠানিক তথ্যে এ সংখ্যা ৬৫ জনের বেশি বলে জানা গেছে।

বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘মার্চ মাসে বরগুনায় ডেঙ্গুর হটস্পট ঘোষণা হওয়ার পরও আমরা অন্যান্য জেলার তুলনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। সরকারি হিসাবে ১৫ জন মারা গেলেও বেসরকারি হিসেবে জেলায় অন্তত ৬৫ জনের মৃত্যু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ডেঙ্গু পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। তবে সচেতনতা ও জনসহযোগিতার মাধ্যমে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে রাখা যাবে।’


সর্বশেষ সংবাদ