বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত স্কুলশিক্ষকের মৃত্যু
- বরগুনা প্রতিনিধি
- প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৫:১৭ PM
বরগুনায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করলেও থামছে না মৃত্যুর মিছিল। এবার আক্রান্ত হয়ে মারা গেছেন সুমন শিকারি (৩২) নামের এক স্কুলশিক্ষক। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সুমন বরগুনার পাথরঘাটা উপজেলার বাদুরতলা গ্রামের বাসিন্দা এবং ডালভাঙ্গা বিএম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
শনিবার (১৮ অক্টোবর) বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বরগুনা সদর হাসপাতালে নতুন করে ৩৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া বেতাগীতে ২ জন ও পাথরঘাটায় ১৮ জন ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৩৩।
চলতি বছর এখন পর্যন্ত জেলায় ৮ হাজার ২৮৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ১৫৬ জন। বরগুনা জেলার হাসপাতালেই মৃত্যু হয়েছে ১৪ জনের, আর জেলার বাইরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও ৪৬ জন। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে।
বরগুনা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, বৃষ্টি কমে যাওয়ায় ডেঙ্গু পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এখন অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই আক্রান্তের সংখ্যা শূন্যের কোঠায়। তবে কবে নাগাদ পুরোপুরি নির্মূল হবে, তা বলা যাচ্ছে না।