২০ জনকে কামড়ে আহত করা পাগলা ঘোড়াটির মৃত্যু

পাগলা ঘোড়াটির কামড়ে আতঙ্ক এলাকাবাসী
পাগলা ঘোড়াটির কামড়ে আতঙ্ক এলাকাবাসী  © সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে গত দুদিন ধরে আতঙ্ক ছড়ানো পাগলা ঘোড়াটির মৃত্যু হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার গুনবহা ইউনিয়নের গুনবহা বিশ্বাসপাড়ায় রবিউল মোল্লার বাড়ির পাশে একটি বাগানে ঘোড়াটি মারা যায়। মৃত্যুর পর স্থানীয় বাসিন্দারা মাটি খুঁড়ে সেটিকে মাটিচাপা দেন। ঘোড়াটির মালিক বা উৎস সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

জানা যায়, বোয়ালমারী উপজেলা সদরের কলেজ রোড, চৌরাস্তা এলাকা এবং পৌরসভার বিভিন্ন স্থানে গত দুদিনে ঘোড়াটির কামড়ে ও লাথিতে অন্তত ২০ জন আহত হন।

ঘোড়াটি কীভাবে এলাকায় প্রবেশ করে বা কার মালিকানাধীন ছিল, তা নিশ্চিত না হলেও, স্থানীয় বাসিন্দা সাব্বির হোসেন জানান, ইমরুল ও জাকারিয়া নামের দুই যুবক প্রথম ঘোড়াটিকে চৌরাস্তা এলাকায় দেখে ধাওয়া করে তাদের এলাকায় নিয়ে আসে। পরে রবিউল মোল্লার বাড়ির পাশে ঘোড়াটি অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা ও তার সহকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলেও ঘোড়াটিকে মৃত অবস্থায় রেখে চলে যান।

তিনি আরও জানান, ‌‌‌‌‘পরে পুলিশ এসে পৌরসভায় যোগাযোগ করতে বলে। পৌরসভায় জানানো হলে তারা ঘোড়াটিকে মাটিচাপা দেওয়ার পরামর্শ দেন। পরে স্থানীয়রা সেটিকে মাটিচাপা দেয়।’

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাহমুদ রহমান বলেন, যাদের ঘোড়াটি কামড়েছে, তাদের দ্রুত জলাতঙ্ক প্রতিরোধী টিকা (র‍্যাবিস ভ্যাকসিন) নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শওকত আলী বলেন, ঘোড়াটি সম্ভবত জলাতঙ্কে আক্রান্ত ছিল বলেই এমন আচরণ করেছে। এই রোগে আক্রান্ত প্রাণী সাধারণত দু-এক দিনের মধ্যে মারা যায়। যেহেতু এটি অনেকজনকে কামড়েছে, তাই সবাইকে অবশ্যই দ্রুত র‍্যাবিস ভ্যাকসিন নিতে হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী বলেন, বেশ কয়েকজনকে আহত করার পর উপজেলা ও পৌরসভার পক্ষ থেকে ঘোড়াটিকে খুঁজে বের করতে উদ্যোগ নেওয়া হয়। পরে সেটি খুঁজে পাওয়ার পর প্রাণিসম্পদ বিভাগের প্রতিনিধি ও পৌরসভার কর্মীরা ঘটনাস্থলে যান। ঘোড়াটির মৃত্যু হলে স্থানীয়দের মাধ্যমেই সেটিকে মাটিচাপা দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!