ময়মনসিংহে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ PM
ফাইল ছবি

ফাইল ছবি © সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে কানিজ ফাতেমা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) আনুমানিক বেলা ১টার দিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর পূর্বপাড়া গ্রামের কাওসার মিয়ার নবনির্মিত বাড়ির সেপটিক ট্যাংকে পড়ে ওই শিশুর মৃত্যু হয়।  

শিশু ফাতেমা একই গ্রামের কামাল হোসেনের মেয়ে। কামালের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে ফাতেমা দ্বিতীয়।  

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে দিকে বাড়ির আঙিনায় খেলার সময় পাশে থাকা প্রতিবেশী কাওসারের উপস্থিতিতে তারই অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু হয়। 

নিহত শিশুর মা শাহনাজ বেগম বলেন, ‘আমার মেয়ে ফাতেমা বাড়ির সামনে যখন খেলছিল তখন প্রতিবেশী কাওসারও ঘর নির্মাণের কাজ করছিল। দুপুরে মেয়েকে গোসল করাতে ডাকছিল তার বাবা। বাড়ির সামনে গিয়ে দেখি আমার মেয়ে যেখানটায় খেলছিল সেখানে নেই, তার পাশে কাজ করা প্রতিবেশী কাওসারও নেই। খুঁজাখুঁজির একপর্যায়ে কাওসারের নির্মাণাধীন বাড়ির অরক্ষিত সেপটিক ট্যাংকে গিয়ে দেখি আমার মেয়ে ভেসে আছে। আমাদের সন্দেহ ফাতেমাকে কাওসার মেরে সেপটিক ট্যাংকে ফেলে দিয়েছে। আমার মেয়ের হত্যাকারীর দৃষ্টান্তমূলক বিচার চাই, যাতে এভাবে আর কোন মায়ের বুক খালি না হয়।’

তিনি আরও বলেন, ‘কাওসারের নির্মাণাধীন ঘরের ছাদে প্রায়ই আমার ছেলেমেয়েরা খেলার ছলে উঠে পড়ত। এতে কাওসার রাগ করতো। আমরা বেশ কয়েক দিন কাওসারকে ছাদের সিঁড়িতে গেট এবং অরক্ষিত সেপটিক ট্যাংকে ঢাকনা দিতে বলেছি। কিন্তু সে বলেছে, একটা (ছেলে-মেয়ে) মরলে পরে ঢাকনা দিব। এখন তাই হয়েছে।’

নিহত শিশুর বাবা কামাল হোসেন বলেন ‘এই অরক্ষিত সেপটিক ট্যাংকে আমার মেয়ে মারা গেছে। নিজে খেয়ে না খেয়ে ছেলে-মেয়েগুলোকে লালন-পালন করেছি। আমার মেয়ে খেলনা চেয়েছিল, গতকাল খেলনাপাতি কিনেও দিয়েছি। কিন্তু সেই খেলনাগুলো দিয়ে মেয়েটা ভালো করে খেলে যেতেও পারলো না।’

তিনি আরও বলেন, ‘আমরা একাধিকবার নির্মাণাধীন বাড়ির মালিক কাওসারকে অরক্ষিত সেপটিক ট্যাংকির বিষয়ে জানালেও সে কোন পদক্ষেপ নেয়নি। আমি এই পরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার দাবি জানাচ্ছি।’

ঘটনার পর থেকে প্রতিবেশী কাওসার মিয়া পলাতক।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল বলেন, ‘সেপটিক ট্যাংকে শিশু পড়ে যাওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে আমাদের ১টি ইউনিট যায়। ট্যাংকের ভেতর থেকে শিশু ফাতেমাকে উদ্ধার করে তার মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।’

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, শিশু মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অন্যান্য আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নাসীরুদ্দীন পাটওয়ারীকেও শোকজ
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইউএনওর সঙ্গে বাগবিতণ্ডা, সেই চেয়ারম্যান বরখাস্ত
  • ১৮ জানুয়ারি ২০২৬
জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
  • ১৮ জানুয়ারি ২০২৬
দুদফা সময় বাড়ানোর পর গুচ্ছে মোট কত আবেদন পড়ল?
  • ১৮ জানুয়ারি ২০২৬
নাহিদ ইসলামকে শোকজ
  • ১৮ জানুয়ারি ২০২৬
প্রশাসন নিরপেক্ষ না হলে যে কোনো আসনেই ৫ আগস্ট হতে পারে: রুম…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9