নারায়ণগঞ্জে সিগারেটের আগুনে পুড়ল ঝুটের গুদাম

সিগারেটের আগুন
সিগারেটের আগুন  © সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিগারেটের অবশিষ্টাংশ থেকে একটি ঝুট কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রূপসী খাদুনে এই ঘটনা ঘটে। এতে বিভিন্ন ধরনের ঝুট কাপড় ও কাঁচাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, রাত ৮টা ১৫ মিনিটে তারা অগ্নিকাণ্ডের সংবাদ পান। প্রায় ১০ মিনিট পর তারা ঘটনাস্থলে পৌঁছে রাত ১০টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। ধূমপানের পর ফেলে দেওয়া বিড়ি বা সিগারেটের অবশিষ্টাংশ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

তিনি আরও জানান,  গোডাউনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে স্থানীয়রা প্রথমে চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

গোডাউনের মালিকপক্ষ জানিয়েছে, এ ঘটনায় অনেক টাকার ঝুটের মালামাল পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


সর্বশেষ সংবাদ