ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীর ৩ কোটি টাকার ক্ষতি, পথে বসার শঙ্কা

আগুনে পুড়ে ব্যবসা প্রতিষ্ঠান ছাই
আগুনে পুড়ে ব্যবসা প্রতিষ্ঠান ছাই  © টিডিসি ফটো

যশোর শহরের নীলগঞ্জ সাহাপাড়া মোড়ে নবাব মার্কেটের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৬ আগস্ট) নবাব স্টোর নামের মুদি ও মনোহরী পণ্যের দোকানটিতে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগেই সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ী।

প্রতিষ্ঠানটির মালিক হাসিব ইমাম লালু জানান, সকাল বেলা ঘুম থেকে উঠে দেখতে পান দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। দ্রুত স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে ততক্ষণে দোকান ও গুদামের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তিনি জানান, দোকান ও গুদামে প্রায় ৩ কোটি টাকার পণ্য ছিল। এই ঘটনায় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন এবং কিভাবে ব্যাংক ঋণ পরিশোধ করবেন তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন।

আরও পড়ুন:গাইবান্ধায় বাসর রাতে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন নববধূ

এদিকে, স্থানীয়রা জানায়, মার্কেটের নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল না। অগ্নিনির্বাপণ সরঞ্জামের অভাব এবং বৈদ্যুতিক সংযোগে ত্রুটিই এই অগ্নিকাণ্ডের কারণ হতে পারে বলে তারা ধারণা করছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের সঠিক উৎস অনুসন্ধানে কাজ চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।


সর্বশেষ সংবাদ