অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২১ সদস্য আটক 

আটককৃত কিশোর গ্যাংয়ের সদস্যরা
আটককৃত কিশোর গ্যাংয়ের সদস্যরা   © টিডিসি

কুমিল্লা নগরীতে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই নেতাসহ ২১ সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে সুইস গিয়ার, ছোরা ও অন্যান্য দেশি অস্ত্রশস্ত্র জব্দ করা হয়। শুক্রবার (২৯ আগস্ট) রাতে কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদের নির্দেশে শুক্রবার বিকেলে কোতোয়ালি মডেল থানা ও ডিবির একাধিক টিম নগরীর হাউজিং এস্টেট ,আদর্শ সদর উপজেলার সামনে ও কেটিসির স্কুল এন্ড কলেজের গেট এলাকায় অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন- রাকিব হোসেন সামির(১৯),সাইফুল ইসলাম মিজান(২১),ফাহিম(১৬), শাওন(১৭), ইমন(১৮), সিফাত(১৭), রানা(১৮), জাহিদুল ইসলাম রাকিব (২১), নাজমুল হাসান তুষার (১৮), শিমুল (১৭), জিহাদ (১৫), আসাদুল (১৬), সাকিব আল হাসান (১৭), নাইমুল (১৫), ইব্রাহিম জোবায়ের (১৬), রাসেল (১৯), সাহেদ হোসেন হৃদয় (১৭), সাকিব আল হাসান নীরব(১৬), রাব্বি (১৬), সম্রাট (১৭), সাইমন(১৮)।

সাম্প্রতিক সময়ে কুমিল্লা নগরীসহ উপজেলার প্রত্যন্ত এলাকায় কিশোর গ্যাংয়ের কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় পুলিশের এ অভিযানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আটককৃতদের শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। এর আগে গত ২৩ আগস্ট অস্ত্রসহ ২৭ সদস্যকে নগরীর বিভিন্ন জায়গা থেকে বিশেষ অভিযানে আটক করা হয়।


সর্বশেষ সংবাদ