সেনাবাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার
- নাটোর প্রতিনিধি
- প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৯:৫১ AM , আপডেট: ১৬ জুন ২০২৫, ১২:৫৮ PM
নাটোরে রাব্বী (২০) ও মো. সবুজ (১৯) নামে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রবিবার (১৫ জুন) রাত ৮টা দিকে জেলার সদরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কিশোর গ্যাংয়ের রাব্বী ও সবুজের বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের হাতে সাধারণ মানুষ এবং তরুণ প্রজন্ম চরম নিরাপত্তাহীনতায় ভুগছিল। অভিযানের সময় তাদের শরীরে মাদকের প্রভাব লক্ষ্য করা যায়।
নাটোর জেলার পুলিশ সুপার (এসপি)মো. আমজাদ হোসাইন জানান, সেনাবাহিনী অভিযান চালিয়ে নাটোর সদর থেকে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।