রাজধানীর মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য গ্রেপ্তার

১৪ মে ২০২৫, ০৭:১৯ PM , আপডেট: ১৭ মে ২০২৫, ০৯:৫৩ AM
কিশোর গ্যাংয়ের ৯ সদস্য গ্রেফতার

কিশোর গ্যাংয়ের ৯ সদস্য গ্রেফতার © টিডিসি ছবি

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকা থেকে ‘লও ঠেলা’ নামক কিশোর গ্যাংয়ের ৯ সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। মঙ্গলবার (১৩ মে) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজারস্থ মেকাপ খান রোডে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মো. জোবায়ের  ওরফে যুবরাজ (২২), মো. হাসান (১৯), মো. রায়হান (২৭), মো. ওয়াসিম (২৫), মো. আনোয়ার হোসেন রাজু (৩২), মো. নুরুল আমিন (১৮), মো. কামাল হোসেন (২২), মো. শাহিন (২৮) ও মো. মেহেদী হাসান (২৫)। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে পাঁচটি চাপাতি ও চারটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে দশ ঘটিকায় মোহাম্মদপুর রায়ের বাজার মেকআপ খান রোডে উক্ত কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকায় আধিপত্য বিস্তার ও অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে। ভয়ভীতি ও আতংক সৃষ্টি করার লক্ষ্যে বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শক্তির মহড়া প্রদর্শন করে তারা। মোহাম্মদপুর থানা পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় এবং তাদের গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে পাঁচটি চাপাতি ও চারটি চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,  জব্দকৃত দেশীয় অস্ত্রশস্ত্র দীর্ঘদিন ধরে তাদের দখলে ছিল। এই কিশোর গ্যাং মোহাম্মদপুর থানা এলাকা এবং আশেপাশের এলাকায় ছিনতাইসহ ত্রাস সৃষ্টি করে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিলো।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিশ্বকাপ না খেলে পাকিস্তান কী অর্জন করবে, প্রশ্ন পিসিবির সা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
নিজের কোম্পানির ব্যাট দিয়ে ‘না খেলা’ নিয়ে অদ্ভুত যুক্তি মির…
  • ২৮ জানুয়ারি ২০২৬
বরগুনা জামায়াত আমিরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
  • ২৮ জানুয়ারি ২০২৬
৪১তম বিসিএসে নন-ক্যাডারে ১৪ জনকে নিয়োগের নির্দেশ হাইকোর্টের
  • ২৮ জানুয়ারি ২০২৬
শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি স্থগিত
  • ২৮ জানুয়ারি ২০২৬
গণসংযোগকালে জামায়াতের নারী নেত্রীর ওপর হামলা
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage