বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৭টি পরামর্শ
তুমি এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। দীর্ঘ শিক্ষাজীবন শেষে এখন তোমার ফাইন টিউনিং চলছে। এ টিউনিং যত ভালো হবে, ততবেশি তুমি সার্থক হবে। আমি অভিজ্ঞতা থেকে সাতটি পরামর্শ দিচ্ছি, যাতে তোমার ফাইন টিউনিং খুব ভালো হয়।
- opinion
- ০৭ অক্টোবর ২০২৫ ২২:৪৩