স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
- বরগুনা প্রতিনিধি
- প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৯:৩০ PM
বরগুনার পাথরঘাটা উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী, সতীন ও মেয়ের জামাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন উপজেলার রায়হানপুর ইউনিয়নের মৃত মাজেদ তালুকদারের ছেলে কবির তালুকদার (৫৯), তার দ্বিতীয় স্ত্রী এলাচী বেগম (৫০) ও মেয়ের জামাই সুজন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রঞ্জুয়ারা শিপু জানান, ৩০ বছর আগে কবির তালুকদার মহিমা বেগমকে বিয়ে করেন। তাদের মেয়ে রেখা বেগম বিয়ে করেন এলাচী বেগমের প্রথম স্বামীর ছেলে সুজনকে। পরে রেখা বেগম আত্মহত্যা করেন। এরপর কবির তালুকদার মেয়ের শাশুড়ি এলাচী বেগমকে বিয়ে করেন।
বিয়ের পর থেকেই কবির তালুকদার প্রথম স্ত্রী মহিমা বেগমের কাছে যৌতুক দাবি করে আসছিলেন। ২০১৯ সালের ২৫ অক্টোবর যৌতুকের দাবিতে মহিমা বেগমকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের ছেলে হেলাল তালুকদার বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে পাথরঘাটা থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি পুলিশের পক্ষ থেকে তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত তিন আসামির মৃত্যুদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করার আদেশ দেন।
বাদী হেলাল তালুকদার রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন। মামলায় আসামিপক্ষে ছিলেন আইনজীবী তরিকুল ইসলাম তরু ফরাজী ও ইমরান হোসেন।